রাগ করেছো না কি
ঐ দুরে... দাঁড়িয়ে আছ, রাগ করেছো না'কি!
আসবে কখন আমার কাছে, একটু খানি বলো দেখী;
সময় তোমার তাই বলে কি, আমায় দুঃখী ভাবো;
আসবে সময় আমার হয়েও, তা তুমি দেখ,
সময় যে আর একার থাকেনা তাতো তুমি জানো...
২০/৭/২০১৬
আসবে কখন আমার কাছে, একটু খানি বলো দেখী;
সময় তোমার তাই বলে কি, আমায় দুঃখী ভাবো;
আসবে সময় আমার হয়েও, তা তুমি দেখ,
সময় যে আর একার থাকেনা তাতো তুমি জানো...
২০/৭/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সভ্যচাষী সপ্তম ২১/০৭/২০১৬I know that the Time, you old gypsy man, will you not stay, put up your caravan just for one day?"........... No one should be live alone....... সুন্দর কথা
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৭/২০১৬পড়লাম।