একটু বৃষ্টি ছাড়ো
আল্লাহ্ তুমি কার উপর রাগ করেছো,
সূর্য টারে যে আদেশ করে নিচে নামাইছো,
ক্ষমাকরো...না কী মায়াদয়া ভুলেই গেছো।
উঃ গরম এতো কষ্ট, একটু বৃষ্টি ছাড়ো,
না হয় সূর্যটারে পানিতে চুবিয়ে রাখো,
গরম থেকে হয়তো একটু শান্তি পাবো,
তবুও হয় তো ভালো, তা নাহলে,
অলপ্প বয়সে গরমেই মরে যাবো।
২৯/৪/২০১৬
সূর্য টারে যে আদেশ করে নিচে নামাইছো,
ক্ষমাকরো...না কী মায়াদয়া ভুলেই গেছো।
উঃ গরম এতো কষ্ট, একটু বৃষ্টি ছাড়ো,
না হয় সূর্যটারে পানিতে চুবিয়ে রাখো,
গরম থেকে হয়তো একটু শান্তি পাবো,
তবুও হয় তো ভালো, তা নাহলে,
অলপ্প বয়সে গরমেই মরে যাবো।
২৯/৪/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস, এম, আরশাদ ইমাম ১০/০৫/২০১৬আল্লাহ প্রার্থনা শুনেছে।
-
নাসিফ আমের চৌধুরী ০৩/০৫/২০১৬ধন্যবাদ
-
শ্রীরূপা লাহিড়ি ০৩/০৫/২০১৬বেশ লেখা।
-
পরশ ৩০/০৪/২০১৬অসাধারন
-
প্রদীপ চৌধুরী. ২৯/০৪/২০১৬ভাল