বৈশাখ
এসেছে বৈশাখ লেগেছে রং চারিদিকে
বৈশাখে এসেছে রং নিয়ে
আসোনি তুমি ঘেমেছে মন
পানি পরছে চোখদিয়ে
ঝরএসেছে ধুলা ঊরছে পাতা নোরছে
বৃষ্টি পরবে জোরে
লাল পাঞ্জাবী পোরে এসেছি
ধুলায় ভিজে কালোহয়ে গেছে
১৫/৪/২০১৫
বৈশাখে এসেছে রং নিয়ে
আসোনি তুমি ঘেমেছে মন
পানি পরছে চোখদিয়ে
ঝরএসেছে ধুলা ঊরছে পাতা নোরছে
বৃষ্টি পরবে জোরে
লাল পাঞ্জাবী পোরে এসেছি
ধুলায় ভিজে কালোহয়ে গেছে
১৫/৪/২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ০৭/০৫/২০১৬সুন্দর লাগলো কবিতা, শুভেচ্ছা রইল।
-
এইচ এম মাসুম বিল্লাহ ১৬/০৪/২০১৬বেশ ভালো , বানান গুলো ঠিক করে নিবেন ।
-
শ.ম. শহীদ ১৫/০৪/২০১৬বানানে সর্তকতা প্রয়োজন। এমনিতে ভালোই হয়েছে কবিতা। শুভ নববর্ষ।
-
পরশ ১৫/০৪/২০১৬ভাল লাগল