আমার একটা মন চাই
আমার একটা মন চাই,
যে মন, আমার সব ভালো- খারাপ চোখ দেখিলেই বুজবে।
তারিসাথে আমার ভালো-খারাপ মনের আনন্দে মেনেনিবে।
আর তখনি তার বুকে আমার মাথাটা রেখে, আদর করে মনথেকে বলবে, ভালোবাসি তোমাকে, তোমাকে অনেক ভালোবাসি।
যে মন, আমার সব ভালো- খারাপ চোখ দেখিলেই বুজবে।
তারিসাথে আমার ভালো-খারাপ মনের আনন্দে মেনেনিবে।
আর তখনি তার বুকে আমার মাথাটা রেখে, আদর করে মনথেকে বলবে, ভালোবাসি তোমাকে, তোমাকে অনেক ভালোবাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাঈম হাসান লিভিন ০৮/০৪/২০১৬ভালবাসেনা ভালকে
-
পরশ ২৯/০৩/২০১৬সহমত
-
প্রদীপ চৌধুরী. ২৯/০৩/২০১৬বেশ