উ গরম
উ.. গরম... খাবেন, গরম গরম জিলাপি,
তাহলে চলে আসুন, গরম গরম জিলাপি খাওয়াবো।
যা মজা না, জিহবাতে পানি চলে আসবেই।
তবে হা, ভয় নাই ডাইভেডিক্স থাকিলেউ আসবেন।
তয় হা, তখন আর জিলাপি পাবেননা কিন্তু।
তাদের জন্য, →↓
আশার সময় কিছু টিস্যু নিয়ে আসবেন মনে করে।
কেননা চিতয় পিঠার সাথে আবার সরিষা বাটা। একে গরমের দিন, তাপর আবার সরিষা বাটা, বুজতেই পারছেন অবস্থাটা।
>>> আশায় রইলাম আসবেন <<<
লেখাটা সুদু বন্ধুদের জন্য, কেউ কিছু মনে করবেননা।
লেখাটা ভালো ভাবে নিলে খুশি হবো, আশাকরি সবাই ভালো ভাবেই নিবেন।
ধন্যবাদ তারুণ্যর সব বন্ধু এবং কবিকে।
৪/৩/২০১৬
তাহলে চলে আসুন, গরম গরম জিলাপি খাওয়াবো।
যা মজা না, জিহবাতে পানি চলে আসবেই।
তবে হা, ভয় নাই ডাইভেডিক্স থাকিলেউ আসবেন।
তয় হা, তখন আর জিলাপি পাবেননা কিন্তু।
তাদের জন্য, →↓
আশার সময় কিছু টিস্যু নিয়ে আসবেন মনে করে।
কেননা চিতয় পিঠার সাথে আবার সরিষা বাটা। একে গরমের দিন, তাপর আবার সরিষা বাটা, বুজতেই পারছেন অবস্থাটা।
>>> আশায় রইলাম আসবেন <<<
লেখাটা সুদু বন্ধুদের জন্য, কেউ কিছু মনে করবেননা।
লেখাটা ভালো ভাবে নিলে খুশি হবো, আশাকরি সবাই ভালো ভাবেই নিবেন।
ধন্যবাদ তারুণ্যর সব বন্ধু এবং কবিকে।
৪/৩/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মৃণ্ময় আলম ১৬/০৩/২০১৬হাসলাম দাদা...
-
নির্ঝর ০৬/০৩/২০১৬হা হা হা
-
প্রদীপ চৌধুরী. ০৫/০৩/২০১৬লেখাটির মধ্যে কোনো যুক্তি নেই না আছে কোনো অর্থ|