www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফাল্গুন

বসন্ত বাতাসের সাথে আসবে তুমি
লাল হলুদ জলপাই বসন্ত রঙে।

নতুন জীবন নিয়ে আসবে তুমি 
বসন্তের কোকিল ডাকবে চারিদিক।

নতুন পাতায় ঝিকিমিকি করবে রোঁদ
পুরান পাতায় বিছিয়ে হবে কারপেট।

চারিপাশ হবে বাতাসের দেয়াল
দুজনের পরশে ফাল্গুন হবে পরিপূূর্ণ ...।



৪/২/২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হাসান কাবীর ০৫/০৩/২০১৬
    কারপেট শব্দের জায়গায় শতরঞ্জি শব্দটা আরো মানানসই হতো। এমনিতে ভালো লেগেছে।
    • মাহাবুব ০৭/০৩/২০১৬
      অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন,কবি হাসান কাবীর।ধন্যবাদ মন্তব্য করার জন্য।
  • সাইদুর রহমান ২৮/০২/২০১৬
    বাহ চমৎকার।
  • হাসান কাবীর ২১/০২/২০১৬
    সুন্দর।
    • মাহাবুব ২১/০২/২০১৬
      অনেক ভালোবাসা নিবেন, কবি।
      শুভেচ্ছা আপনাকে ভালো থাকুন এই আশা করি
  • হরেকৃষ্ণ দে ২১/০২/২০১৬
    বসন্ত জাগ্রত হোক ।নব পল্লবে মুখরিত হোক সকলে।ভালো লাগল।শুভেচ্ছা রইলো।
    • মাহাবুব ২১/০২/২০১৬
      অনেক অনেক ধন্যবাদ, রিদ্রয় থেকে দেয়া ভালোবাসা গ্রহণ করিবেন, কবি।
      শুভেচ্ছা, ভালো থাকবেন।
  • চমৎকার।
    • মাহাবুব ২১/০২/২০১৬
      কবি বন্ধু মনিরুজ্জামান জীবন,আপনে আমার রিদ্রয় থেকে দেয়া ভালোবাসা গহন করবেন।
      শুভেচ্ছা আপনাকে
    • মাহাবুব ২০/০২/২০১৬
      কবি মনিরুজ্জামান জীবন, আপনাকে আমার বুকের গহীন থেকে শুভেচ্ছা জানাই।
      ভালো থাকবেন।
  • গাজী তৌহিদ ১৯/০২/২০১৬
    বসন্তের দারুণ কবিতা।
    পরোশ বানান টা কি ঠিক আছে?
    >পরশ
    • মাহাবুব ২১/০২/২০১৬
      জি, তাই ঠিক,ধন্যবাদ কবি বন্ধু।
      আমি এখন বদলিয়ে ফেললাম।
      পরোশ থেকে পরশ, আপনাকে আমার রিদ্রয় থেকে ধন্যবাদ।
    • মাহাবুব ১৯/০২/২০১৬
      জি,কবি গাজী তৌহিদ, আপনার বলা পরশ ই ঠিক।
      তবে যে পরোশ বলতে চেয়েছি আমি, তাহলো একটু বরদিয়ে, এ জন্য এই পরোশ ব্যবহার করেছি।
      শুভেচ্ছা আপনাকে মন্তব্য করার জন্য, ভালো থাকবেন।
      • ধ্রুব রাসেল ২০/০২/২০১৬
        পরোশ বানান তো অর্থবোধক নয়...! তাহলে বর দেওয়ার সার্থকতা কই?
  • প্রদীপ চৌধুরী. ১৯/০২/২০১৬
    কবিতাটা ভাল কিন্তু একটু গদ্যের মত লাগছে মনে হচ্ছে
    • মাহাবুব ১৯/০২/২০১৬
      জি, কবি প্রদীপ কুমার চৌধুরী,কবিতার ভিতর ই আমি গদ্যের ভাব আনার চেষ্টা করেছি।
      ধন্যবাদ আপনাকে, আশাকরি এভাবেই সাথে থাকবেন।
      শুভেচ্ছা,ভালো থাকবেন।
 
Quantcast