ফাল্গুন
বসন্ত বাতাসের সাথে আসবে তুমি
লাল হলুদ জলপাই বসন্ত রঙে।
নতুন জীবন নিয়ে আসবে তুমি
বসন্তের কোকিল ডাকবে চারিদিক।
নতুন পাতায় ঝিকিমিকি করবে রোঁদ
পুরান পাতায় বিছিয়ে হবে কারপেট।
চারিপাশ হবে বাতাসের দেয়াল
দুজনের পরশে ফাল্গুন হবে পরিপূূর্ণ ...।
৪/২/২০১৫
লাল হলুদ জলপাই বসন্ত রঙে।
নতুন জীবন নিয়ে আসবে তুমি
বসন্তের কোকিল ডাকবে চারিদিক।
নতুন পাতায় ঝিকিমিকি করবে রোঁদ
পুরান পাতায় বিছিয়ে হবে কারপেট।
চারিপাশ হবে বাতাসের দেয়াল
দুজনের পরশে ফাল্গুন হবে পরিপূূর্ণ ...।
৪/২/২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ০৫/০৩/২০১৬কারপেট শব্দের জায়গায় শতরঞ্জি শব্দটা আরো মানানসই হতো। এমনিতে ভালো লেগেছে।
-
সাইদুর রহমান ২৮/০২/২০১৬বাহ চমৎকার।
-
হাসান কাবীর ২১/০২/২০১৬সুন্দর।
-
হরেকৃষ্ণ দে ২১/০২/২০১৬বসন্ত জাগ্রত হোক ।নব পল্লবে মুখরিত হোক সকলে।ভালো লাগল।শুভেচ্ছা রইলো।
-
মনিরুজ্জামান জীবন ২০/০২/২০১৬চমৎকার।
-
গাজী তৌহিদ ১৯/০২/২০১৬বসন্তের দারুণ কবিতা।
পরোশ বানান টা কি ঠিক আছে?
>পরশ -
প্রদীপ চৌধুরী. ১৯/০২/২০১৬কবিতাটা ভাল কিন্তু একটু গদ্যের মত লাগছে মনে হচ্ছে