ছুটির দিন
ছুটিরদিন মানুষ বিহীন একলা একলা ঘোরা।
হাটা রাস্তা চেনা জায়গা গন্তব্য হীন যাত্রা।
বিকেল বেলা ঠান্ডার সাথে বাতাসের খেলা।
ঝরা পাতা, রাস্তায় পড়া, ধুলায় পুরো শহর ঢাকা।
লেকের পাড়ে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা, কালো পানির গন্ধে ফুলিয়ে পেট, বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে সূর্যের সাথে একা একলা কথা বলা।
শেষ বেলা সূর্য ডোবা চেনা পথে একলা ঘুরে, ঘরে ফেরা। ★★★
***৫/২/২০১৬
হাটা রাস্তা চেনা জায়গা গন্তব্য হীন যাত্রা।
বিকেল বেলা ঠান্ডার সাথে বাতাসের খেলা।
ঝরা পাতা, রাস্তায় পড়া, ধুলায় পুরো শহর ঢাকা।
লেকের পাড়ে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা, কালো পানির গন্ধে ফুলিয়ে পেট, বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে সূর্যের সাথে একা একলা কথা বলা।
শেষ বেলা সূর্য ডোবা চেনা পথে একলা ঘুরে, ঘরে ফেরা। ★★★
***৫/২/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তৌহিদ ১২/০২/২০১৬আপনার লেখা পড়ে মুগ্ধ হলাম
-
মনিরুজ্জামান জীবন ০৮/০২/২০১৬শৈল্পিক।
-
বিদ্রোহী ফাহিম খান ০৮/০২/২০১৬ভালো লিখেছেন তবে আরো ভালো লিখতে হবে॥
-
ধ্রুব রাসেল ০৮/০২/২০১৬অসাধারণ।
-
নির্ঝর ০৮/০২/২০১৬ভাল
-
সালাম আলী আহসান ০৮/০২/২০১৬যায়গা=জায়গা, দাঁরিয়ে= দাঁড়িয়ে।