বন্ধু আমার
অনেক দিনের পুরনো বন্ধুকে আজ মনে পরছে,
মনে পরছে সাজিয়ে রাখা অনেক পুরনো সৃতি।
আলমারির তাকে রাখা বইগুলোতে ধুলা পড়েছে,
ভেবেছিলাম রাখিবো তার দেয়া প্রথম উপহার যত্ন করে।
নিজের অজান্তে তার দেয়া বই টাতে চোট লেগেছে,
আমার ভালোবাসার প্রথম প্রতীক ছিড়ে পড়েছে।
বন্ধু আমার, আমায় ভুলে অনেক দুরে চলে গেছে।
২৫/১/২০১৬
মনে পরছে সাজিয়ে রাখা অনেক পুরনো সৃতি।
আলমারির তাকে রাখা বইগুলোতে ধুলা পড়েছে,
ভেবেছিলাম রাখিবো তার দেয়া প্রথম উপহার যত্ন করে।
নিজের অজান্তে তার দেয়া বই টাতে চোট লেগেছে,
আমার ভালোবাসার প্রথম প্রতীক ছিড়ে পড়েছে।
বন্ধু আমার, আমায় ভুলে অনেক দুরে চলে গেছে।
২৫/১/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ০৭/০২/২০১৬ফিরে এসো বন্ধু.....
-
সাইদুর রহমান ০৫/০২/২০১৬সুন্দর ভাবনা।
-
অভিযান পাল ০৩/০২/২০১৬কবি আমি প্রথমবার আপনার পাতায় এলাম । ভালো লেগেছে বললে মিথ্যাচার করা হয় । তবে আপনার চেষ্টাকে সাধুবাদ জানাতেই হয় । কেন ভালো লাগল না বললে আপনার কেন সক্কলের খারাপ লাগবে । আমরা সব্বাই প্রশ্ংসা শুনতে ভালোবাসি । প্রশ্ংসা কিন্তু সময় সময় গুপ্ত শত্রু । অজ্ঞানতার অন্ধকারে রেখে দেয় ।
প্রথমেই বলি কবিতার ইতিবাচক দিক :
আপনি যে বিষয়টিকে কবিতায় ধরতে চেয়েছেন তা আধুনিক কবিতার বিষয় বৈশিষ্ট্য ।
অতি সাধারণ বিষয়কে অসাধারণ করে বলা-ই আধুনিক কবিতা । আপনি কোন আঙ্গিকে কীভাবে বললেন তার ওপরে নির্ভর করছে রচনাটি কবিতা হয়ে উঠ্ল কিনা । বাচন-ভঙ্গির অভিনবত্ব সাধারণ কথাকেও কবিতায় রূপান্তরিত করে ।
কবিতায় ভাষা ব্যতিক্রমী না হলেও শুরুটা মন্দ করেননি । কিন্তু বক্তব্যের ধারাটি প্রথম থেকে শেষ পর্যন্ত গতানুগতিক ।
আরো একটি বিষয় হল বানান ।
মাত্র ৭টি লাইনে "প্রিন্টিং এরর" সহ বর্ণাশুদ্ধির সংখ্যা প্রায় ১০ এর কাছাকাছি ।
বলিঃ
১। পরছে--> পড়ছে (১ম পঙক্তি )
২। পরছে--> পড়ছে ( ২্য় পঙক্তি )
৩। সৃতি--> স্মৃতি ( ২্য় পঙক্তি )
৪। ধুলা---> ধূলা ( ৩য় পঙক্তি ) / কিন্তু ধুলো ।
৫। ছিড়ে-->ছিঁড়ে ( ৬ষ্ট পঙক্তি )
৬। দুরে---> দূরে (৭ম পঙক্তি )
অন্যান্য
১। রাখিবো । চলিত ভাষায় লেখা কবিতায় সাধু ক্রিয়াপদ কেন ?
২। বই টাতে । "প্রিন্টিং এরর" । হবে >> বইটাতে
ধন্যবাদ । -
আনিসা নাসরীন ০২/০২/২০১৬ভাল
-
মনিরুজ্জামান জীবন ০১/০২/২০১৬মুগ্ধ হলাম দুরন্ত প্রকাশনায়।
-
বিদ্রোহী ফাহিম খান ২৯/০১/২০১৬অসাধারন লেখা॥ ভালো লাগলো॥
-
বিদ্রোহী ফাহিম খান ২৭/০১/২০১৬ভালো লাগলো॥
-
সীমা সান্যাল ২৬/০১/২০১৬মন ভরে গেল
-
নুফরাত জেরীন ২৬/০১/২০১৬hridoi chowa...................
-
প্রদীপ চৌধুরী ২৬/০১/২০১৬বা! খুবই সুন্দর স্মৃতি কথা
-
আশরাফুল ইসলাম শিমুল ২৬/০১/২০১৬ভাল
-
হরেকৃষ্ণ দে ২৬/০১/২০১৬দারুন ।ভালোবাসার ব্যপ্তি ফুটে উঠেছে মননের গহন পাতাতে।
শুভেচ্ছা রইলো। -
ধ্রুব রাসেল ২৬/০১/২০১৬ভাল। বানানের ক্ষেত্রে সচেতন হন।
-
মোঃ নাজমুল হাসান ২৫/০১/২০১৬সুন্দর। কবিকে শুভেচ্ছা।