আমি সকালের পাজি
আমি সকালের পাজি, বিছানাতে করি মোচড়ামুচড়ি, এতে হয়, মা' হয়রানী।
ঘুমে যে কি করি, বালিশ আর আমি দুই মেরুতে শুয়ে থাকি।
কাঁথা রেখে বিছানার চাদরে পেঁচিয়ে, উত্তরে মাথা দক্ষিনে পা দিয়ে, নিচে পড়ে থাকি।
সূর্য মামার উপর প্রতিদিন রেগে থাকি, এতো সকালে ঘুম থেকে উঠে কেন বুঝিনা আমি।
সূর্যর জন্য আমিও ঘুমোতে না পারি, পারিতাম যদি, জাগিতে সূর্যকে দিতাম না আমি।
আমি সকালের পাজি মা'কে রেখে বাপকে ভয় করে প্রতিদিন ঘুম থেকে জেগে উঠি।
তবুও আমি আমার বাপকে ভালোবাসি।
আর মা'কে সে আর বলার আছে কী? আমার কলিজার টুকরার চেয়েও বেশি...
আমি মা'কে ভালোবাসি... আমিতো সকালের পাজি।
৬/১/২০১৬
ঘুমে যে কি করি, বালিশ আর আমি দুই মেরুতে শুয়ে থাকি।
কাঁথা রেখে বিছানার চাদরে পেঁচিয়ে, উত্তরে মাথা দক্ষিনে পা দিয়ে, নিচে পড়ে থাকি।
সূর্য মামার উপর প্রতিদিন রেগে থাকি, এতো সকালে ঘুম থেকে উঠে কেন বুঝিনা আমি।
সূর্যর জন্য আমিও ঘুমোতে না পারি, পারিতাম যদি, জাগিতে সূর্যকে দিতাম না আমি।
আমি সকালের পাজি মা'কে রেখে বাপকে ভয় করে প্রতিদিন ঘুম থেকে জেগে উঠি।
তবুও আমি আমার বাপকে ভালোবাসি।
আর মা'কে সে আর বলার আছে কী? আমার কলিজার টুকরার চেয়েও বেশি...
আমি মা'কে ভালোবাসি... আমিতো সকালের পাজি।
৬/১/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ০১/০৪/২০১৬দারুণ
-
পরশ ১১/০১/২০১৬দারুন
-
রিয়েল আবদুল্লাহ ১০/০১/২০১৬চমৎকার
-
মনিরুজ্জামান জীবন ১০/০১/২০১৬চ্মত্কার।
-
নির্ঝর ১০/০১/২০১৬সুন্দর
-
অভিষেক মিত্র ১০/০১/২০১৬ভালো।
-
জে এস সাব্বির ১০/০১/২০১৬আগামীর ভালর প্রত্যাশায় আজকের কবিকে ভাললাগা জানিয়ে গেলাম । কবিতার মধ্যেও পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন আছে ।এইদিকটিতে নিশ্চয়ই লক্ষ্য রাখবেন ।
-
পরশ ০৯/০১/২০১৬kub valo
-
ধ্রুব রাসেল ০৯/০১/২০১৬সুন্দর। সকালের পাজি!