নিথর খোশা
মাকড়শার জালে, গেছি পেঁচিয়ে, ছিন্নভিন্ন করে ছুটে আসছে এগিয়ে।
লালাযুক্ত শাল ঢুকিয়ে দিবে শরীরে।
চুষে চুষে ভোরবে তার পেটে।
জীবন শেষ হয়ে যাবে, মাকড়শার খাওয়ার শেষোক্ত ঝুলে থাকবে নিথর খোশা, মাকরশার জালে।
লালাযুক্ত শাল ঢুকিয়ে দিবে শরীরে।
চুষে চুষে ভোরবে তার পেটে।
জীবন শেষ হয়ে যাবে, মাকড়শার খাওয়ার শেষোক্ত ঝুলে থাকবে নিথর খোশা, মাকরশার জালে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ১৫/০৩/২০১৬সুন্দর
-
দ্বীপ সরকার ২৩/১২/২০১৫সুন্দর।
-
মোঃ মুলুক আহমেদ ২২/১২/২০১৫??
-
হাসান কাবীর ২২/১২/২০১৫???