চোখদুটো ঝুরে
নূপুরের আওয়াজ শুনছি কানে, শরীরে ঝলকানি লাগলো চোখে, চুলের গন্ধ পাচ্ছি আসে-পাসে।
কোথায় পালিয়ে আছো নিরবে, খুজে পাচ্ছিনা আর তোমাকে।
স্বপ্নের মাঝে এলে, আর একটু সময় থাকতে, দেখতাম তোমার মুখটা চোখদুটো ঝুরে।
কোথায় পালিয়ে আছো নিরবে, খুজে পাচ্ছিনা আর তোমাকে।
স্বপ্নের মাঝে এলে, আর একটু সময় থাকতে, দেখতাম তোমার মুখটা চোখদুটো ঝুরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইফুল ইসলাম (bdlooks24.com) ২২/১২/২০১৫আমি একটু বেশী ইমোশনাল তাই সবই ব্যতিক্রম চোখে দেখি
-
পরশ ২২/১২/২০১৫খুবেই হতাস
-
নির্ঝর ২১/১২/২০১৫সুন্দর হয়েছে কিন্তু অনেক ছোট
-
রাশেদ খাঁন ২১/১২/২০১৫nc
-
দেবব্রত সান্যাল ২১/১২/২০১৫এ লেখাটি কবিতা হিসেবে কতদূর সফল তার বিচারের ভার পাঠকের হাতে ছেড়ে দিলাম।এডিটিং এর প্রয়োজন আছে।