www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চোখদুটো ঝুরে

নূপুরের আওয়াজ শুনছি কানে, শরীরে ঝলকানি লাগলো চোখে, চুলের গন্ধ পাচ্ছি আসে-পাসে।
কোথায় পালিয়ে আছো নিরবে, খুজে পাচ্ছিনা আর তোমাকে।
স্বপ্নের মাঝে এলে, আর একটু সময় থাকতে, দেখতাম তোমার মুখটা চোখদুটো ঝুরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আমি একটু বেশী ইমোশনাল তাই সবই ব্যতিক্রম চোখে দেখি
    • মাহাবুব ২৩/১২/২০১৫
      কবি সাইফুল ইসলাম মধুপুর, টাঙ্গাইল।
      জানিনা আপনে কি বোজাতে চেয়েছেন, মন্তব্য করার জন্য ধন্যবাদ।
      • ঐ সময় আমি সেরকমটাই ভাবছিলাম, যেরকম আপনি লিখেছেন। লেখাটি পড়ে আমার এমনটাই মনে হয়েছিলো।
        তারুণ্যে অনেক ইচ্ছা ছিল লেখার কিন্তু অ্যাডমিন সাহেবের সম্ভবত আমার লেখাগুলো মানসম্মত মনে হয়নি। তাই আপৎকালীন ব্যবস্থা হিসেবে মনে হয় আমার আশার আলোতেই (www.asharalo.blog.com) সীমাবদ্ধ থাকা উচিৎ। পারলে আপনারাও যোগ দিতে পারেন আশার আলো'তে।
  • পরশ ২২/১২/২০১৫
    খুবেই হতাস
  • নির্ঝর ২১/১২/২০১৫
    সুন্দর হয়েছে কিন্তু অনেক ছোট
  • রাশেদ খাঁন ২১/১২/২০১৫
    nc
  • এ লেখাটি কবিতা হিসেবে কতদূর সফল তার বিচারের ভার পাঠকের হাতে ছেড়ে দিলাম।এডিটিং এর প্রয়োজন আছে।
 
Quantcast