খুবই ঘেন্না করে
বড়ো বেশি বেমানান এখন তোমার কাছে,শূন্য পকেট বলে হয় মনে।
ঘুরছি এখন বৃষ্টি দিনে একেলা পথে, তোমায় ভুলে থাকতে।
খুবই ঘেন্না করে তোমাকে, ভালোবেসে ছিলে আমাকে নয়, হয়তো বা কিছু টাকাকে।
জানো তুমি, ভালোবেসেছি তোমায় আমি মনে প্রাণে।
তবুও' আমাকে কেন ছুড়ে ফেলে দিলে?
জানতাম না আমি, তুমি শুধু তোমার মনের খোরাক মিটাবে।
ঘুরছি এখন বৃষ্টি দিনে একেলা পথে, তোমায় ভুলে থাকতে।
খুবই ঘেন্না করে তোমাকে, ভালোবেসে ছিলে আমাকে নয়, হয়তো বা কিছু টাকাকে।
জানো তুমি, ভালোবেসেছি তোমায় আমি মনে প্রাণে।
তবুও' আমাকে কেন ছুড়ে ফেলে দিলে?
জানতাম না আমি, তুমি শুধু তোমার মনের খোরাক মিটাবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুলুক আহমেদ ১৫/১২/২০১৫মন ছুয়ে যাওয়ার মত কবিতা|
-
এস, এম, আরশাদ ইমাম ১২/১২/২০১৫বড় হোলমেলে ঠেকল কবি। অনেক টাকা নায়কের কিন্তু পথে ঘুরছে। আবার নায়িকা মনের খোরাক মেটানো দোষের। ম্যাচিং হয়নি, চলে গেছে দোষের কি? ভালবাসা তো কোন দাসখত নয়।
-
মোঃ নাজমুল হাসান ১২/১২/২০১৫হৃদয় ছুয়ে গেল...
-
নির্ঝর ১২/১২/২০১৫ভাল
-
রইস উদ্দিন খান আকাশ ১২/১২/২০১৫ভালো কিছু চাই কবি
-
দেবব্রত সান্যাল ১২/১২/২০১৫জনাব, আপনার কবিতায় ভালোলাগার মত বিশেষ কিছু পেলাম না। বিষয় বহু ব্যবহৃত ব্যর্থ প্রেমের উষ্মা , ভাব ভাষা ছন্দ কিছুই মন কাড়ে না। আশাকরি আগামী কবিতাটি ভালো হবে।