স্বাধীনতার বিজয়
স্বাধীনতা বন্দি ছিলো
কন্ঠ ছিলো রুদ্ধ
শিকল পরা স্বাধীনতা
দামাল করে মুক্ত।
দামাল ছেলে বিজয় নিতে
বিলিয়ে দিলো রক্ত
রক্ত ঢালায় বিজয় নিশান
হলো ভীষন শক্ত।
দামাল ছেলে প্রাণ দিলো
তবুও হাসে মা
স্বাধীন দেশে আসবে যারা
কষ্ট সইবে না।
আর কখনো দামাল ছেলের
ভোগ হবে না বোন
অকারনে আর মানুষ জনের
হতে হবে না খুন।
কন্ঠ ছিলো রুদ্ধ
শিকল পরা স্বাধীনতা
দামাল করে মুক্ত।
দামাল ছেলে বিজয় নিতে
বিলিয়ে দিলো রক্ত
রক্ত ঢালায় বিজয় নিশান
হলো ভীষন শক্ত।
দামাল ছেলে প্রাণ দিলো
তবুও হাসে মা
স্বাধীন দেশে আসবে যারা
কষ্ট সইবে না।
আর কখনো দামাল ছেলের
ভোগ হবে না বোন
অকারনে আর মানুষ জনের
হতে হবে না খুন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রমজান আহমেদ সিয়াম ১৮/১২/২০১৬Good write
-
সোলাইমান ১৭/১২/২০১৬বিজয় দিবসের কবিতা, অনেক ভাল হয়েছে।
-
গুরুপদ নেয়ে ১৭/১২/২০১৬কবি,"দামাল ছেলে" বলতে আপনি নির্দিষ্ট কোনো স্বাধীনতা সংগ্রামীকে বোঝাচ্ছেন?
না কি সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের বোঝাচ্ছেন?
অনুগ্রহ করে উত্তর দিন! -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/১২/২০১৬ভালো কথা। শুভেচ্ছা।
-
মনিরুজ্জামান শুভ্র ১৬/১২/২০১৬ভাল লিখেছেন কবি।। বেশ লাগলো