www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয় বন্ধু আসলেই কি চলে যাবে

প্রিয় বন্ধু , তুমি কি আসলেই চলে যাচ্ছো!
                চলে যাচ্ছো বহুদূর!
ভাবনা - স্তম্ভিত, বিশ্বাস হচ্ছে না
            সত্যি কি চলে যাবে স্বপ্নপুর।

প্রিয় বন্ধু , তুমি কি জানো?
              তুমি যে আমার নীল দিগন্তের মাঝে
             ভোরে উদিত হওয়া একটি মাত্র রবি।
প্রিয় বন্ধু , তুমি কি জানো?
           আমার হৃদয়ের আকাশে আঁকা আছে
            রঙধনুর সাত রঙ দিয়ে তোমার ছবি।

প্রিয় বন্ধু , তুমি চলে যাবে তাই!
       আমার নয়নজল বাধাহীন ভাবে ঝরছে
      এই চলে যাওয়া হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে।

প্রিয় বন্ধু - তোমার শূন্যতায়?
             শুকিয়ে যাচ্ছে আমার মহাসাগর
             কানন নিঃস্ব হয়ে তৈরি হচ্ছে মরুচর।

প্রিয় বন্ধু - তোমাকে ঘেরা স্মৃতি চোখে ভাসছে
 কতো হাসিখুশি, দুঃখ বেদনা, ঝগড়া বিবাদ
  এভাবে গড়ে ছিলাম মোদের রাজপ্রাসাদ।

আজ- চোখে ঘুম আসে না, স্বপ্নরা ভাসে না
         রজনীতে চোখের পাতার মিলন হয় না।
         মনের কাননে কোন পুষ্প ফুটে না।
         প্রজাপতি পুষ্পকাননে আসে না।
         পাখিরা যেন গান গাইতে ভুলে গেছে
         তারপরও ছুটছি আমি তোমার পিছে
         আমার ভালবাসা নয় কখনো মিছে।

প্রিয় বন্ধু - জানি তুমি চলে যাবে!
              চলে যাবে তুমি বহুদূরে
              কিন্তু যেনে রেখো, তুমি থাকবে
              আমার মনের পিঞ্জিরে।

প্রিয় বন্ধু - দুয়া করি বিদায়ের ক্ষণে
               সারা জীবন থেকো তুমি
               হাসিখুশি মনে।
               ভালো থেকো, সুস্থ থেকো
               আমার দেয়া উপহার
               রেখো যতনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আমি-তারেক ১৬/১২/২০১৬
    onek sundor style lekhar...porey valo laglo.
  • মলয় ঘটক ২৮/১০/২০১৬
    Eti osadharon lekha
  • ফাহিম খান ২৮/১০/২০১৬
    পড়ে ভালো লাগলো :) শুভেচ্ছা নিন
  • অঙ্কুর মজুমদার ২৭/১০/২০১৬
    vlo
  • প্রিয় বন্ধুর জন্য বিরহ
  • Wow!!!
    Nice Com.....
    • ধন্যবাদ, শুভেচ্ছা রইলো।
      • you are welcome at www.ajkerpressbd.com
        • ওয়েবসাইটে ঘুরে আসলাম। ভালো লাগলো। এক্যাউন্ট এর কোন সিস্টেম দেখলাম না।
 
Quantcast