চাঁদের বুড়ি
চাঁদের বুড়ি চাঁদের বুড়ি
একটু কাছে এসো
তোমার সাথে গল্প করবো
পাশে এসে বসো।
চাঁদের বুড়ি কোথায় তুমি
দেওনা একটু দেখা
তোমার থেকে চাঁদের গল্প
হবে আমার শিখা।
চাঁদের বুড়ি বন্দি কেন
পাই না কোন যুক্তি
যুগ যুগ ধরে আছো সেথা
হয় না কেন মুক্তি।
চাঁদের বুড়ি আসলে তুমি
হবো অনেক খুশি
হৃদয় মাঝে যায়গা দেবো
রাখবো মনে পুষি।
চাঁদের বুড়ি পাশে এসে
বুলাও মাথায় হাত
স্বপ্নের দেশে পাড়ি দিয়ে
হয় যেন প্রভাত।
একটু কাছে এসো
তোমার সাথে গল্প করবো
পাশে এসে বসো।
চাঁদের বুড়ি কোথায় তুমি
দেওনা একটু দেখা
তোমার থেকে চাঁদের গল্প
হবে আমার শিখা।
চাঁদের বুড়ি বন্দি কেন
পাই না কোন যুক্তি
যুগ যুগ ধরে আছো সেথা
হয় না কেন মুক্তি।
চাঁদের বুড়ি আসলে তুমি
হবো অনেক খুশি
হৃদয় মাঝে যায়গা দেবো
রাখবো মনে পুষি।
চাঁদের বুড়ি পাশে এসে
বুলাও মাথায় হাত
স্বপ্নের দেশে পাড়ি দিয়ে
হয় যেন প্রভাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১৩/১০/২০১৬সুন্দর
-
ফয়জুল্লাহসাকি ১২/১০/২০১৬আরো বেশি বেশি লেখা প্রয়োজন।
-
সজীব ১২/১০/২০১৬সুন্দর লিখেছেন
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/১০/২০১৬Nice poem