ছড়া ( মন্টুর দুষ্টুমি )
ক্লাসে আছে দুষ্ট ছেলে
নাম যে তাহার মন্টু
তাহার সাথে সঙ্গ দেয়
আরেক ছেলে জন্টু।
স্যার বলেন, ক্লাসে যে দুষ্টের সেরা
উঠে দেখি দাড়াও
সাহস থাকলে আমার কাছে
পরিচয় টা দাও।
সবাই করছে ভয়
কি জানি কি হয়
এমন সাহস মন্টু ছাড়া
আর কারো তো নয়।
হঠাৎ সবাই অবাক হয়ে
পিছনে তে তাকায়
কিছু পরেই আস্তে করে
মন্টু উঠে দাড়ায়।
স্যার বলেন এই ছেলে
তুমি বুঝি খুব দুষ্ট
না স্যার! আপনি একা দাড়িয়ে তাই
লাগছে আমার কষ্ট।
নাম যে তাহার মন্টু
তাহার সাথে সঙ্গ দেয়
আরেক ছেলে জন্টু।
স্যার বলেন, ক্লাসে যে দুষ্টের সেরা
উঠে দেখি দাড়াও
সাহস থাকলে আমার কাছে
পরিচয় টা দাও।
সবাই করছে ভয়
কি জানি কি হয়
এমন সাহস মন্টু ছাড়া
আর কারো তো নয়।
হঠাৎ সবাই অবাক হয়ে
পিছনে তে তাকায়
কিছু পরেই আস্তে করে
মন্টু উঠে দাড়ায়।
স্যার বলেন এই ছেলে
তুমি বুঝি খুব দুষ্ট
না স্যার! আপনি একা দাড়িয়ে তাই
লাগছে আমার কষ্ট।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সজীব ০৬/১০/২০১৬অসাধারন লিখেছেন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/১০/২০১৬লিমেরিক হয় নি। শুভেচ্ছা।
-
পরশ ০২/১০/২০১৬খুব সুন্দর
-
কালপুরুষ ০২/১০/২০১৬হাহাহা
বেশ ভালো লাগলো
কিন্তু লিমেরিক তো নয় এটা খুব ভালো ছড়া -
রোজারিও ০২/১০/২০১৬কৌতুকটা পরিচিত ।কিন্তু ছড়াকারে এটা আরে বেশি ভালো ।
-
আনিসা নাসরীন ০১/১০/২০১৬হি হি। সুন্দর।
-
অঙ্কুর মজুমদার ০১/১০/২০১৬besh,,hoyeche
-
মোনালিসা ০১/১০/২০১৬দারুন.........
-
রাবেয়া মৌসুমী ০১/১০/২০১৬মজার বিষয়,ভালো লাগলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/১০/২০১৬খুব সুন্দর লেগেছে।