পানি
তৃষ্ণা পেলে যারে মোরা
কাছে নেই সবে টানি
সকল সময় প্রয়োজন তার
নাম হলো যে পানি।
পানির আছে অনেক নাম
সকলেই তা জানি
নামের ভিন্নতা থাকতে পারে
প্রয়োজন তা মানি।
আকাশেতে থাকলে তাকে
মেঘ বলে যে ডাকি
আকাশ হতে ঝরে পড়লে
বৃষ্টি বলে থাকি।
চোখে থাকলে অশ্রু বলি
ঝরে পড়লে কান্না
জল ছাড়া যে কোন কিছু
যায় না করা রান্না।
ভোর সকালে দেখলে তাকে
শিশির বলে সবে
যতো নামই থাকুক পানির
জীবন বাঁচে তবে।
কাছে নেই সবে টানি
সকল সময় প্রয়োজন তার
নাম হলো যে পানি।
পানির আছে অনেক নাম
সকলেই তা জানি
নামের ভিন্নতা থাকতে পারে
প্রয়োজন তা মানি।
আকাশেতে থাকলে তাকে
মেঘ বলে যে ডাকি
আকাশ হতে ঝরে পড়লে
বৃষ্টি বলে থাকি।
চোখে থাকলে অশ্রু বলি
ঝরে পড়লে কান্না
জল ছাড়া যে কোন কিছু
যায় না করা রান্না।
ভোর সকালে দেখলে তাকে
শিশির বলে সবে
যতো নামই থাকুক পানির
জীবন বাঁচে তবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহাদাত হোসেন রাতুল ২৮/০৯/২০১৬বেশ লাগলো কবিতা খানা পরে শুভেচ্ছা জানবেন ।।
-
সোলাইমান ২৮/০৯/২০১৬তাই তো পানির আপর নাম জীবন।পানি ছারা একটি মুহুরতো চলা যায় না।পানি নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখলেন অনেক ভাল লাগলো কবি।আবার সবাই সতর্কতা অবলম্ব করতে হবে যেন পানিতে কোন রকম ভেজাল না থাকে।
-
পরশ ২৮/০৯/২০১৬মনের মত
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/০৯/২০১৬পানি নিয়ে সুন্দর কবিতা
-
অঙ্কুর মজুমদার ২৮/০৯/২০১৬vlo..