www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নবীর শিক্ষা

কারো সাথে দেখা হলে
করো তারে সালাম
গুরুজনে সম্মান করো
ইহাই নবীর কালাম।

শিশুদের কাছে পেলে
করো তারে আদর
শিক্ষা দাও নৈতিকতা
ইহাই নবীর চাদর।

গালি দেয়া শত্রুকে
নেও কাছে টেনে
শত্রু তখন বন্ধু হবে
বিশ্বাস রেখো মনে।

হাসি মুখে সত্য বলো
গীবত করো বন্ধ
মিথ্যা হলো পাপের মুল
জীবন করে মন্দ।

খোদা ছাড়া কারো কাছে
চেয়ো নাকো ভিক্ষা
অভাব হলে কর্ম করো
ইহাই নবীর শিক্ষা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ, তারুণ্যে ইসলামিক গজল নামে বা কবিতা নামে একটা ক্যাটাগরি থাকা উচিত
  • ঐশ্বরিক হিমা ২৪/০৯/২০১৬
    খুব প্রশংসা করতে ইচ্ছে করছে।
    ভাল লাগার মাত্রা ছিড়িয়ে গেছে।
  • নবীর শিক্ষা গ্রহণ না করেই তো ওরা আজ জঙ্গি।
  • সোলাইমান ২৩/০৯/২০১৬
    sundder
  • নবীর শিক্ষা
    অমূল্য রতন
  • রোজারিও ২৩/০৯/২০১৬
    মোহাম্মদ কামরুল ইসলাম - আপনার ছড়াটি বেশ সুন্দর ।অল্প কথায় অনেক কিছু শেখা যায় । শিশুদের নয় ,এটা প্রকৃতপক্ষে সকল বয়েসীদের জন্য নবীর (সাঃ) আদর্শ ।যা আপনি সুন্দরভাবে ছড়ায় তুলে ধরেছেন ।
    তবে...

    শিশুদের কাছে পেলে
    করো তারে আদর
    শিক্ষা দাও নৈতিকতা
    ইহাই নবীর চাদর।

    এখানে "চাদর" শব্দটার ব্যবহার কিছুটা দৃষ্টিকটু ।আপনি হয়ত রূপক অর্থে ব্যবহার করতে পারেন...কিন্তু এরকম একটা সাবলীল কবিতায় রূপক শব্দ ব্যবহার না করাটাই সুন্দর হবে বোধকরি ।
    • আপনার মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম।
      অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন।
      কবিতায় নৈতিকতার গুরুত্ব বুঝাতে "চাদর " শব্দের ব্যবহার করেছি।
      নৈতিকতাই জীবনের মুল সম্পদ।
      রাসুল ( সাঃ) নৈতিক গুনাবলী সম্পন্ন মানুষ তৈরির সর্বোচ্ছ গুরুত্ব দিয়েছেন।

      কবির পরামর্শ গ্রহণ করলাম চেষ্টা করবো পরিবর্তনের।
      শুভেচ্ছা রইলো কবি।
  • সাইফ রুদাদ ২৩/০৯/২০১৬
    ষোল লাইনের মধ্য রাখার চেষ্টা করুন, এগুলো শিশুতোষ ছড়া। এত বড় ছড়া ওরা মুখস্থ করবে না
    • রোজারিও ২৩/০৯/২০১৬
      জনাব সাইফুল ইসলাম সাইফ ।আপনার মন্তব্যে আমি অবাক! কোন ছড়াকার শিশুদের মুখস্ত করাতে ছড়া লিখেন না ।এটা একটা আর্ট ,শিল্প। শিল্পী যেভাবে ইচ্ছা তুলির আচর কাঁটবে ।অন্যেরা তাতে বিমোহিত হবে ।
    • পরামর্শে খুশি হলাম।
      ধন্যবাদ।
 
Quantcast