নবীর শিক্ষা
কারো সাথে দেখা হলে
করো তারে সালাম
গুরুজনে সম্মান করো
ইহাই নবীর কালাম।
শিশুদের কাছে পেলে
করো তারে আদর
শিক্ষা দাও নৈতিকতা
ইহাই নবীর চাদর।
গালি দেয়া শত্রুকে
নেও কাছে টেনে
শত্রু তখন বন্ধু হবে
বিশ্বাস রেখো মনে।
হাসি মুখে সত্য বলো
গীবত করো বন্ধ
মিথ্যা হলো পাপের মুল
জীবন করে মন্দ।
খোদা ছাড়া কারো কাছে
চেয়ো নাকো ভিক্ষা
অভাব হলে কর্ম করো
ইহাই নবীর শিক্ষা।
করো তারে সালাম
গুরুজনে সম্মান করো
ইহাই নবীর কালাম।
শিশুদের কাছে পেলে
করো তারে আদর
শিক্ষা দাও নৈতিকতা
ইহাই নবীর চাদর।
গালি দেয়া শত্রুকে
নেও কাছে টেনে
শত্রু তখন বন্ধু হবে
বিশ্বাস রেখো মনে।
হাসি মুখে সত্য বলো
গীবত করো বন্ধ
মিথ্যা হলো পাপের মুল
জীবন করে মন্দ।
খোদা ছাড়া কারো কাছে
চেয়ো নাকো ভিক্ষা
অভাব হলে কর্ম করো
ইহাই নবীর শিক্ষা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনুপ্রাণীত নজরুল ২৫/০৯/২০১৬অসাধারণ, তারুণ্যে ইসলামিক গজল নামে বা কবিতা নামে একটা ক্যাটাগরি থাকা উচিত
-
ঐশ্বরিক হিমা ২৪/০৯/২০১৬খুব প্রশংসা করতে ইচ্ছে করছে।
ভাল লাগার মাত্রা ছিড়িয়ে গেছে। -
সাইয়িদ রফিকুল হক ২৩/০৯/২০১৬নবীর শিক্ষা গ্রহণ না করেই তো ওরা আজ জঙ্গি।
-
সোলাইমান ২৩/০৯/২০১৬sundder
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৯/২০১৬নবীর শিক্ষা
অমূল্য রতন -
রোজারিও ২৩/০৯/২০১৬মোহাম্মদ কামরুল ইসলাম - আপনার ছড়াটি বেশ সুন্দর ।অল্প কথায় অনেক কিছু শেখা যায় । শিশুদের নয় ,এটা প্রকৃতপক্ষে সকল বয়েসীদের জন্য নবীর (সাঃ) আদর্শ ।যা আপনি সুন্দরভাবে ছড়ায় তুলে ধরেছেন ।
তবে...
শিশুদের কাছে পেলে
করো তারে আদর
শিক্ষা দাও নৈতিকতা
ইহাই নবীর চাদর।
এখানে "চাদর" শব্দটার ব্যবহার কিছুটা দৃষ্টিকটু ।আপনি হয়ত রূপক অর্থে ব্যবহার করতে পারেন...কিন্তু এরকম একটা সাবলীল কবিতায় রূপক শব্দ ব্যবহার না করাটাই সুন্দর হবে বোধকরি । -
সাইফ রুদাদ ২৩/০৯/২০১৬ষোল লাইনের মধ্য রাখার চেষ্টা করুন, এগুলো শিশুতোষ ছড়া। এত বড় ছড়া ওরা মুখস্থ করবে না