www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয় রংপুরের গ্রাম

রংপুরের ছোঁট্র বাড়ি
রাত্রে লাগে মাটির হাড়ি
চারিপাশে বৃক্ষ ঘেরা
ভালবাসায় ভরপুরাতে
ছোঁট্র ছোঁট্র ঘর গুলোতে
তামাক ভূট্রায় সেরা
টিনের সাথে দাড়ির বেড়া
ঘরগুলো সবার সেরা
সবার একটি ঘর।
কারও আছে ইটের বাড়ি
পুকুর আছে সারি সারি
কেউ নেই পর।
সবার সাথে সবাই চলে হাসি খুশি
দিয়ে কথা বলে
কেউবা দেয় গালি।
নদী আছে বাড়ির কাছে
নামটি তার থাকে পিছে
সেখানে আছে বালি।
শিক্ষিত ভাষায় কথা কয়
তাতে কিছু ভিন্ন রয়।
কথায় একটু টানে।
মহিলাদের আড্ডা বেশি।
শিশুরা হাসি খুশি
কোকিল শুনায় গান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রদীপ চৌধুরী ১৫/০১/২০১৬
    আপনি ভাল লিখেছেন, তবে আপনি বানান ভুল করেছেন আমি সকলের থেকে একটু আলাদা ভাবে এই কবিতা স্বাদ গ্রহণ করেছি|

    আসলে সব জায়গার কথা একই নয় তার জন্যই বাংলা ভাষার অনেক শ্রেণীবিভাগ আছে.. আমার ভাষা রাঢী কারো বঙ্গালি নানা ভাষায় কথা বলেন শুধু লেখার সময় আলাদা হয়||

    স্বামী বিবেকানন্দের "বাংলা ভাষা" গ্রন্থটি পড়বেন| ধন্যবাদ সকলকে
  • লেখার অভ্যাসটি চালিয়ে যাও.........।
  • জে এস সাব্বির ১৪/০১/২০১৬
    কবিতা লিখতে আরো অনেক সচেতন হতে হবে ।বেশী বেশী প্রাকটিস করবেন ।এবং বানানের দিকে আরো বেশী ফোকাস দরকার ।ধন্যবাদ
  • অব্যই বানানের যত্নশীল হওয়ার ধরকার ধন্যবাদ ভাই
  • ধ্রুব রাসেল ১৩/০১/২০১৬
    গ্রামের দৃশ্য তুলে ধরেছেন। ধন্যবাদ। তবে বানানের দিকে নজর রাখুন: ছোঁট্র, ভূট্রা।
  • ধন্যবাদ পরামর্শ দিযার জন্য শুভেচ্ছা নেবেন মনিরুজ্জামান ভাই
  • ভাল লাগলো। কবিতার নন্দন তত্ত্বর দিকে খায়াল রাখতে হবে।
 
Quantcast