প্রিয় রংপুরের গ্রাম
রংপুরের ছোঁট্র বাড়ি
রাত্রে লাগে মাটির হাড়ি
চারিপাশে বৃক্ষ ঘেরা
ভালবাসায় ভরপুরাতে
ছোঁট্র ছোঁট্র ঘর গুলোতে
তামাক ভূট্রায় সেরা
টিনের সাথে দাড়ির বেড়া
ঘরগুলো সবার সেরা
সবার একটি ঘর।
কারও আছে ইটের বাড়ি
পুকুর আছে সারি সারি
কেউ নেই পর।
সবার সাথে সবাই চলে হাসি খুশি
দিয়ে কথা বলে
কেউবা দেয় গালি।
নদী আছে বাড়ির কাছে
নামটি তার থাকে পিছে
সেখানে আছে বালি।
শিক্ষিত ভাষায় কথা কয়
তাতে কিছু ভিন্ন রয়।
কথায় একটু টানে।
মহিলাদের আড্ডা বেশি।
শিশুরা হাসি খুশি
কোকিল শুনায় গান।
রাত্রে লাগে মাটির হাড়ি
চারিপাশে বৃক্ষ ঘেরা
ভালবাসায় ভরপুরাতে
ছোঁট্র ছোঁট্র ঘর গুলোতে
তামাক ভূট্রায় সেরা
টিনের সাথে দাড়ির বেড়া
ঘরগুলো সবার সেরা
সবার একটি ঘর।
কারও আছে ইটের বাড়ি
পুকুর আছে সারি সারি
কেউ নেই পর।
সবার সাথে সবাই চলে হাসি খুশি
দিয়ে কথা বলে
কেউবা দেয় গালি।
নদী আছে বাড়ির কাছে
নামটি তার থাকে পিছে
সেখানে আছে বালি।
শিক্ষিত ভাষায় কথা কয়
তাতে কিছু ভিন্ন রয়।
কথায় একটু টানে।
মহিলাদের আড্ডা বেশি।
শিশুরা হাসি খুশি
কোকিল শুনায় গান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ চৌধুরী ১৫/০১/২০১৬
-
প্রসেনজিৎ বিশ্বাস ১৪/০১/২০১৬লেখার অভ্যাসটি চালিয়ে যাও.........।
-
জে এস সাব্বির ১৪/০১/২০১৬কবিতা লিখতে আরো অনেক সচেতন হতে হবে ।বেশী বেশী প্রাকটিস করবেন ।এবং বানানের দিকে আরো বেশী ফোকাস দরকার ।ধন্যবাদ
-
মোহাম্মদ আয়নাল হক ১৩/০১/২০১৬অব্যই বানানের যত্নশীল হওয়ার ধরকার ধন্যবাদ ভাই
-
ধ্রুব রাসেল ১৩/০১/২০১৬গ্রামের দৃশ্য তুলে ধরেছেন। ধন্যবাদ। তবে বানানের দিকে নজর রাখুন: ছোঁট্র, ভূট্রা।
-
মোহাম্মদ আয়নাল হক ১৩/০১/২০১৬ধন্যবাদ পরামর্শ দিযার জন্য শুভেচ্ছা নেবেন মনিরুজ্জামান ভাই
-
মনিরুজ্জামান শুভ্র ১৩/০১/২০১৬ভাল লাগলো। কবিতার নন্দন তত্ত্বর দিকে খায়াল রাখতে হবে।
আসলে সব জায়গার কথা একই নয় তার জন্যই বাংলা ভাষার অনেক শ্রেণীবিভাগ আছে.. আমার ভাষা রাঢী কারো বঙ্গালি নানা ভাষায় কথা বলেন শুধু লেখার সময় আলাদা হয়||
স্বামী বিবেকানন্দের "বাংলা ভাষা" গ্রন্থটি পড়বেন| ধন্যবাদ সকলকে