বাইরের জগৎ
তোমরা যারা শহরে থাক গান
বাজনায় মেতে,
একবার এসে দেখনা এই বাইয়ের
জগতে এসে
সকালে যদি বস তুমি শিশির ভেজা
ঘাসে
পাখির কষ্ঠে গানে মুখরিত আর
ফুলের সুবাসে ছড়ায়
পূর্ব আকাশে যখন সূর্য উঠবে আবার
হেসে।
মনে হবে এসেছো কোন স্বপ্নের
দেশে।
দুপুরের রোদে ক্লান্ত হয়ে বসলে
নিরালায়।
গ্রামের ফেরিওয়ালার ডাক শোনা
যায়।
বিকেলের মিষ্টি রোদে গেলে
নদীর ধারে।
সব দুঃখ ভুলে যাবে বসলে নদীর
পাড়ে সারাদিনের পরে যখন সূর্য
হবে লাল।
এ রকম দৃশ্য তুমি দেখবে আবার কাল।
বাজনায় মেতে,
একবার এসে দেখনা এই বাইয়ের
জগতে এসে
সকালে যদি বস তুমি শিশির ভেজা
ঘাসে
পাখির কষ্ঠে গানে মুখরিত আর
ফুলের সুবাসে ছড়ায়
পূর্ব আকাশে যখন সূর্য উঠবে আবার
হেসে।
মনে হবে এসেছো কোন স্বপ্নের
দেশে।
দুপুরের রোদে ক্লান্ত হয়ে বসলে
নিরালায়।
গ্রামের ফেরিওয়ালার ডাক শোনা
যায়।
বিকেলের মিষ্টি রোদে গেলে
নদীর ধারে।
সব দুঃখ ভুলে যাবে বসলে নদীর
পাড়ে সারাদিনের পরে যখন সূর্য
হবে লাল।
এ রকম দৃশ্য তুমি দেখবে আবার কাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৪/০৬/২০১৬ভালো
-
সাইদুর রহমান ১৭/১২/২০১৫সুন্দর উপস্থাপনা।
-
মোঃ মুলুক আহমেদ ১৫/১২/২০১৫অসাধারণ!
গ্রাম বাংলার পল্লী কবিতা| -
এস, এম, আরশাদ ইমাম ১৩/১২/২০১৫দারুণ! অভিভূত।
-
মনিরুজ্জামান শুভ্র ১৩/১২/২০১৫ভাল লাগলো। শুভেচ্ছা রইলো।