আমার মায়ের কোল
পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গা
আমার মায়ের কোল
ক্ষমা পাই সেথায় গিয়ে
করেও মহাভুল
মা যে আমার চাঁদ সূর্য
দিন রাতে জ্বলে
কত আঘাত দেই যে মাকে
কাউকে নাহি বলে
নেইতো মায়ের মান অভিমান
নেইতো কোন রাগ
উজাড় করে দেয় মোদের
সমান সোহাগ
মা যে আমার অসহায়
থাকে যখন একা
পথ চেয়ে বসে থাকে
পেতে আমার দেখা
অন্ধকার জীবনে মা-যে
আমার আলো
তাইতো মা কে বাসি
এতো ভালো
আমার মায়ের কোল
ক্ষমা পাই সেথায় গিয়ে
করেও মহাভুল
মা যে আমার চাঁদ সূর্য
দিন রাতে জ্বলে
কত আঘাত দেই যে মাকে
কাউকে নাহি বলে
নেইতো মায়ের মান অভিমান
নেইতো কোন রাগ
উজাড় করে দেয় মোদের
সমান সোহাগ
মা যে আমার অসহায়
থাকে যখন একা
পথ চেয়ে বসে থাকে
পেতে আমার দেখা
অন্ধকার জীবনে মা-যে
আমার আলো
তাইতো মা কে বাসি
এতো ভালো
আমিও একটা কবিতা লিখতেছি মা'কে নিয়ে|লিখা শেষ হলে পোষ্ট করব|