www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার মায়ের কোল

পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গা
আমার মায়ের কোল
ক্ষমা পাই সেথায় গিয়ে
করেও মহাভুল
মা যে আমার চাঁদ সূর্য
দিন রাতে জ্বলে
কত আঘাত দেই যে মাকে
কাউকে নাহি বলে
নেইতো মায়ের মান অভিমান
নেইতো কোন রাগ
উজাড় করে দেয় মোদের
সমান সোহাগ
মা যে আমার অসহায়
থাকে যখন একা
পথ চেয়ে বসে থাকে
পেতে আমার দেখা
অন্ধকার জীবনে মা-যে
আমার আলো
তাইতো মা কে বাসি
এতো ভালো
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১২/২০১৫

মন্তব্যসমূহ

  • মোঃ মুলুক আহমেদ ০৮/১২/২০১৫
    মা'কে নিয়ে সুন্দর কবিতা লিখেছেন|
    আমিও একটা কবিতা লিখতেছি মা'কে নিয়ে|লিখা শেষ হলে পোষ্ট করব|
  • দারুন! শিকড়ের কাছে সমর্পণ।।
  • হাসান কাবীর ০৬/১২/২০১৫
    বাহ! সুন্দর।
  • সুন্দর।
  • মায়ের কথা শুনতে ভালো / শুভকামনা রইলো ।
  • অভিষেক মিত্র ০৫/১২/২০১৫
    দারুণ!
  • ভালো হয়েছে।
  • নিরা পদ>নিরাপদ।।উজার>উজাড়। মাত্রার গরমিল অনেক।
    • শুভেচ্ছা জানবেন বানানে গরমিল আছে ভুল গুলো ধরিয়ে দিয়ার জন্য অনেক ধন্যবাদ আপু
 
Quantcast