( প্রিয় সাথী)
( প্রিয় সাথী )
খাতা আমার বন্ধু কলম আমার সাথী।
ওদেরকে নিয়ে আমি থাকি দিন
রাত্রি।
দুঃখ কষ্ট পেলে ওদের কাছে পাই দিন
রাত্রি।
কষ্ট গুলো কবিতা করে ওদের জানাই
দিন রাত্রি।
কখনো যদি জীবনে আসে, খুশির ঢেউ।
ওদের আগে এই খবর জানেনা কেউ।
এক হাতে খাতা থাকে অন্য হাতে
কলম।
হৃদয়ে কঠিন ব্যাধিতে ওরাই হয় মলম।
চোখের জল দেখে ওরা দেখে মুখের
হাসি।
কাউকে বলেনা আমার কথা তাইতো
ভালবাসি।
যা খুশি লিখে রাখি করেনা মানা।
লেখা যদি ও খারাপ করে তবু ঘৃণা।
সঙ্গী হয়ে এভাবেই থেকো
সারাজীবন।
প্রিয় সাথী হয়ে হৃদয় জুরে থাকবে
সারাক্ষণ ।
খাতা আমার বন্ধু কলম আমার সাথী।
ওদেরকে নিয়ে আমি থাকি দিন
রাত্রি।
দুঃখ কষ্ট পেলে ওদের কাছে পাই দিন
রাত্রি।
কষ্ট গুলো কবিতা করে ওদের জানাই
দিন রাত্রি।
কখনো যদি জীবনে আসে, খুশির ঢেউ।
ওদের আগে এই খবর জানেনা কেউ।
এক হাতে খাতা থাকে অন্য হাতে
কলম।
হৃদয়ে কঠিন ব্যাধিতে ওরাই হয় মলম।
চোখের জল দেখে ওরা দেখে মুখের
হাসি।
কাউকে বলেনা আমার কথা তাইতো
ভালবাসি।
যা খুশি লিখে রাখি করেনা মানা।
লেখা যদি ও খারাপ করে তবু ঘৃণা।
সঙ্গী হয়ে এভাবেই থেকো
সারাজীবন।
প্রিয় সাথী হয়ে হৃদয় জুরে থাকবে
সারাক্ষণ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবাশীষ দিপন ০৩/১২/২০১৫এই প্রিয় সাথীকে নিয়েই যেন পথ চলা।ভাল লাগলো।
-
মোঃ মুলুক আহমেদ ০১/১২/২০১৫সবারই খাতা ও কলমের সাথে এরকম বন্ধুত্ব থাকা প্রয়োজন।
তারাই সত্যিকারের বন্ধু। -
মোহাম্মদ আয়নাল হক ০১/১২/২০১৫অসংখ্য ধন্যবাদ ভাই সঙ্গে থাকার জন্য
-
সি.এম.সালাহ উদ্দিন ০১/১২/২০১৫সঙ্গে আছি এগিয়ে জান।
-
এস, এম, আরশাদ ইমাম ০১/১২/২০১৫একটু ভুল, প্রায় সবটা ঠিক।
মনে হয় হবে ‘‘লেখা যদিও খারাপ করেনা ঘৃণা’’
তাই না কবি?
অনেক ধন্যবাদ। ও শুভেচ্ছা। -
কিশোর কারুণিক ০১/১২/২০১৫বেশ
-
হাসান কাবীর ০১/১২/২০১৫মজা পেয়েছি, আরো লিখুন।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০১/১২/২০১৫খাতা আমার বন্ধু কলম আমার সাথী
ওদেরকে নিয়েই কাটে আমার দিন রাতি……………এমন হলে কেমন হয়?