★সেদিন ★
যদি আমার শুকনো কোন নদী থাকতো
দুচোখ বেয়ে যে অশ্রু গড়িয়েছিল
নদীতে সব জমিয়ে রাখতাম
তবেই তুমি বুঝতে?
সেদিন কতটুকু কেঁদেছিলাম ।
যদি আমার হৃদয়টা খুলে আনা যেত।
আঘাতে যতটা ছিন্ন ভিন্ন হয়েছে এই হৃদয়।
সবাইকে দেখানো যেত।
তবেই তুমি বুঝতে ?
সেদিন কতটা আঘাত পেয়েছিলাম আমি।
যদি আমার ব্যাথাগুলো বুঝানো যেত তোমায়।
তীব্র যন্ত্রনার আগুনে পুড়াতাম।
হৃদয়ের হাহাকার শব্দ শুনাতাম
তবেই তুমি বুঝতে ?
সেদিন কতটা কষ্ট পেয়েছিলাম আমি
যদি আমার কল্পনায় দেখানো যেত
যত স্বপ্ন জমা সব দেখাতাম তোমায়।
কল্পনার জগৎটা পুড়াতাম।
তবেই তুমি বুঝতে?
।
সেদিন কতটা ভেবেছিলাম আমি
দুচোখ বেয়ে যে অশ্রু গড়িয়েছিল
নদীতে সব জমিয়ে রাখতাম
তবেই তুমি বুঝতে?
সেদিন কতটুকু কেঁদেছিলাম ।
যদি আমার হৃদয়টা খুলে আনা যেত।
আঘাতে যতটা ছিন্ন ভিন্ন হয়েছে এই হৃদয়।
সবাইকে দেখানো যেত।
তবেই তুমি বুঝতে ?
সেদিন কতটা আঘাত পেয়েছিলাম আমি।
যদি আমার ব্যাথাগুলো বুঝানো যেত তোমায়।
তীব্র যন্ত্রনার আগুনে পুড়াতাম।
হৃদয়ের হাহাকার শব্দ শুনাতাম
তবেই তুমি বুঝতে ?
সেদিন কতটা কষ্ট পেয়েছিলাম আমি
যদি আমার কল্পনায় দেখানো যেত
যত স্বপ্ন জমা সব দেখাতাম তোমায়।
কল্পনার জগৎটা পুড়াতাম।
তবেই তুমি বুঝতে?
।
সেদিন কতটা ভেবেছিলাম আমি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ আয়নাল হক ০১/১২/২০১৫মানিক ভাই আসলে আমি অনেক ব্যস্থ মানুষ তবো আপনাদের সামনে আসতে পেরেছি ধন্যবাদ নিবেন
-
হাসান কাবীর ২৩/১১/২০১৫বিষয় বস্তু ভালো, ছন্দ নিয়ে আরো ভাবা যেতো,তবুও ভালো হয়েছে।
-
রইস উদ্দিন খান আকাশ ২০/১১/২০১৫সুন্দর কবিতায
-
এস, এম, আরশাদ ইমাম ১৭/১১/২০১৫যদির উপর ভর করে আর কত তবে রচনা। এবার বি প্র্যাকটিক্যাল। ভাষা হোক-ে
‘‘এই দ্যাখো মরা নদী আমার
তোমার অবহলার আঘাতে বান ডেকেছে, গলে গেছে
লক্ষ বছরের জমানো যন্ত্রণার বরফ,
এসো একবার ডুব দাও এই হিমগলা জলে,
তারপর শুদ্ধ হও প্রাগৈতিহাসিক মুনী ঋষিদের মতো।
হতো না?
অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। তবে যতিচিহ্নে ও বানান আপনার যত্ন বঞ্চিত হচ্ছে। একটু নজর দিন। -
কায়সার মোহাম্মদ ইসলাম ১৬/১১/২০১৫একদম খুলে দেখালেন সবকিছু কিন্তু কেউ আহত হয় নি ...। শুভেচ্ছা কবিকে
-
মোহাম্মদ আয়নাল হক ১৬/১১/২০১৫আপনাদের সাথে আবার দেখা হলো অনেক দিন পর কেমন আছেন প্রিয় এস এম আরশাদ ইমাম ভাই
-
এস, এম, আরশাদ ইমাম ১৫/১১/২০১৫বেশ। আবার দেখা হলো কিন্তু।
-
মোঃ নাজমুল হাসান ১৫/১১/২০১৫অসাধারণ
-
পরশ ১৫/১১/২০১৫ভালো লাগলো