www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

★সেদিন ★

যদি আমার শুকনো কোন নদী থাকতো
দুচোখ বেয়ে যে অশ্রু গড়িয়েছিল
নদীতে সব জমিয়ে রাখতাম
তবেই তুমি বুঝতে?
সেদিন কতটুকু কেঁদেছিলাম ।
যদি আমার হৃদয়টা খুলে আনা যেত।
আঘাতে যতটা ছিন্ন ভিন্ন হয়েছে এই হৃদয়।
সবাইকে দেখানো যেত।
তবেই তুমি বুঝতে ?
সেদিন কতটা আঘাত পেয়েছিলাম আমি।
যদি আমার ব্যাথাগুলো বুঝানো যেত তোমায়।
তীব্র যন্ত্রনার আগুনে পুড়াতাম।
হৃদয়ের হাহাকার শব্দ শুনাতাম
তবেই তুমি বুঝতে ?
সেদিন কতটা কষ্ট পেয়েছিলাম আমি
যদি আমার কল্পনায় দেখানো যেত
যত স্বপ্ন জমা সব দেখাতাম তোমায়।
কল্পনার জগৎটা পুড়াতাম।
তবেই তুমি বুঝতে?

সেদিন কতটা ভেবেছিলাম আমি
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মানিক ভাই আসলে আমি অনেক ব্যস্থ মানুষ তবো আপনাদের সামনে আসতে পেরেছি ধন্যবাদ নিবেন
  • হাসান কাবীর ২৩/১১/২০১৫
    বিষয় বস্তু ভালো, ছন্দ নিয়ে আরো ভাবা যেতো,তবুও ভালো হয়েছে।
  • সুন্দর কবিতায
  • যদির উপর ভর করে আর কত তবে রচনা। এবার বি প্র্যাকটিক্যাল। ভাষা হোক-ে
    ‘‘এই দ্যাখো মরা নদী আমার
    তোমার অবহলার আঘাতে বান ডেকেছে, গলে গেছে
    লক্ষ বছরের জমানো যন্ত্রণার বরফ,
    এসো একবার ডুব দাও এই হিমগলা জলে,
    তারপর শুদ্ধ হও প্রাগৈতিহাসিক মুনী ঋষিদের মতো।
    হতো না?
    অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। তবে যতিচিহ্নে ও বানান আপনার যত্ন বঞ্চিত হচ্ছে। একটু নজর দিন।
    • তীব্র যন্ত্রনার আগুনে পুড়াতাম।
      হৃদয়ের হাহাকার শব্দ শুনাতাম
      তবেই তুমি বুঝতে ?
      কৃতজ্ঞতা "নিবেন আরশাদ ভাই
  • একদম খুলে দেখালেন সবকিছু কিন্তু কেউ আহত হয় নি ...। শুভেচ্ছা কবিকে
  • আপনাদের সাথে আবার দেখা হলো অনেক দিন পর কেমন আছেন প্রিয় এস এম আরশাদ ইমাম ভাই
  • বেশ। আবার দেখা হলো কিন্তু।
  • অসাধারণ
  • পরশ ১৫/১১/২০১৫
    ভালো লাগলো
 
Quantcast