শর্ষে ফুলের হলুদ স্বপ্ন
শর্ষে ফুলের হলুদ স্বপ্ন
একেছি দুচোখে
শিশির ভেজা রঙিণ গোলাপ
রেখেছি এই বুকে
সবুজ মাঠে ঢেউ এর দুল
হৃদয়ে জাগায় সাড়া
ছিটে ফোটা বৃষ্টিতে
চলেছি লম্বা পাড়া
জোনাকির মিটিমিটি সুরে
রাত জেগে থাকা
সবুজ সোনালী ধান
মাঠে মাঠে পাকা
টিয়া পাখীর আগমন
কামরাঙার ডালে
আকাশ জুড়ে কালো মেঘ
যতই ছড়িয়ে পরুকনা কেন
তবুও তার বুক থেকে নীল
কেড়ে নেওয়া যায় না**********
একেছি দুচোখে
শিশির ভেজা রঙিণ গোলাপ
রেখেছি এই বুকে
সবুজ মাঠে ঢেউ এর দুল
হৃদয়ে জাগায় সাড়া
ছিটে ফোটা বৃষ্টিতে
চলেছি লম্বা পাড়া
জোনাকির মিটিমিটি সুরে
রাত জেগে থাকা
সবুজ সোনালী ধান
মাঠে মাঠে পাকা
টিয়া পাখীর আগমন
কামরাঙার ডালে
আকাশ জুড়ে কালো মেঘ
যতই ছড়িয়ে পরুকনা কেন
তবুও তার বুক থেকে নীল
কেড়ে নেওয়া যায় না**********
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুহেল ইবনে ইসহাক ১১/১০/২০১৫Chomotker prokritir chitro ongkon
-
মোবারক হোসেন ১৮/০৯/২০১৫কবি সেজেছে প্রকৃতির রঙ্গে। ধন্যবাদ কবিকে।