www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাতৃভূমি

আমার বাংলাদেশ
সোনার মাটিতে সোনার সন্তান
সকাল দুপুর আর রাত,
বুকে তুলে তাকে চেপে
কন্ঠে, আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি।

পথের ধূলা কপালে মেখে
ভাবি সোনার প্রদ্বীপ লতাপাতার মতো
মাথার উপর আলোক রাশি,
সেই আমার দেশের মাটি
শ্রেষ্ঠ সবার প্রাণের দাবি।

রূপসী এই বাংলাদেশের
রূপ দেখে হই মুগ্ধ,
বাতাসে দোলে মাঠের ফসল
সবুজের বুক চিরে বয়ে চলা নদী।

ছায়া-ঢাকা, পাখি-ডাকা আমাদের এ দেশ
পদ্মা, মেঘনা, যমুনা আর বক্ষ্মপুত্র যেমন
মসলিন, রেশম, তসর, জামদানী
প্রাচীন থেকেই তেমন অতুলনীয়।

আমার দেশ ও দেশের মাটি
সকল দেশের চেয়ে খাঁটি,
সবুজ শ্যামলে হৃদয় জোড়া
আমার মাতৃভূমি।

দিগন্ত জোড়া ফসলের খেত
চিকচিক করে বালি স্বচ্ছ পানির নিচে,
রং-বেরঙের পাখির কলকাকলিতে
হৃদয় ভরে আনন্দে।

পদ্মা মেঘনার বুকে
ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ
শোল, কৈ, মাগুর, শিং আর ও কত কি ?
আমরা মাছে-ভাতে বাঙ্গালি।

সবুজ জুড়ে আমাদের গ্রাম
নরম মাটির মতোই কোমল,
ঘুঘু-ডাকা অলস দুপুর
গামছা পেতে রাখালের ঘুম।

পাকা ধানের সোনালি রং
পাইজম, বিন্নি, কালজিরা,বাসমতি
দেখে ফোটে কৃষকের হাসি
উর্বর আমার দেশের মাটি।

নকশি কাথাঁ, লতাপাতা, ফুল ধানের ছড়া
সুন্দর সুন্দর নকশি শিকা
সোনালি আঁশের দ্বারা।

আমার দেশ ও দেশের মাটি
সকল দেশের চেয়ে খাঁটি,
সবুজ শ্যামলে হৃদয় জোড়া
আমার মাতৃভূমি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাংলা তুমি আমার প্রাণ, আমার হৃদয়ের স্পন্দন। ধন্যবাদ
  • Înšigniã Āvî ০৯/১০/২০১৩
    খুব দারুন লাগলো
 
Quantcast