মা
অজ্ঞাত এক জগতে আমায়, করেছো দৃষ্টিদান,
শত কষ্টকে আপন করে, বেঁধেছো মায়ার গান ।
অস্তিত্ব যখন ছিল না কোন, কল্পনায় করিয়েছাে বিচরণ,
অস্তিত্ব যখন ক্ষীণ হয়েছে, দিয়েছো জায়গা আমরণ ।
তনু যখন ক্ষুদ্র আমার, দিয়েছো জায়গা বৃহৎ,
বুকে আগলিয়ে রেখেছো মোরে, করেছো রক্ষার শপথ ।
ছোট হাত দুটো জরিয়ে ধরে, করেছো অগ্রসর,
বন্ধুর পথও সুগম করেছো, হয়ে বিপদে কাতর ।
তিলে তিলে মোর শিরায় বাড়িয়েছো, রক্তের সঞ্চালন,
শত লোলুপদৃষ্টি থেকে রক্ষা করেছে, মা'র ই আঁচল ।
হাঁটতে যখন শিখেছি তখন, হোঁচটে পেতেছো হাত,
ধীরে ধীরে মোরে করেছো বড়, রক্ত করেছো বারিপাত ।
কাপড় যখন ভারি হল, ভারি হলো অভিমান,
সবকিছু তখন ভুলিয়া আমি, গাইছি নতুন গান ।
যার ত্যাগে বাহু আর দেহ, হয়েছে বলিষ্ঠ,
চির অবদান ভুলে তার, দিয়েছি কত না কষ্ট ।
চর্ম যখন কুচকানো তার, সঙ্গী বার্ধক্য,
অবহেলায় তখন দূরে ঠেলেছি, করেছি পার্থক্য ।
কালো কুন্তল পরিক্রমনে তার, হয়েছে শুভ্র ধবল,
তাহাতে কখনও বিলাই নি মোরে, হয়েও সুস্থ-সবল ।
পরম আদরে যে মাতা মোদের লুকাইত আঁচল তলে,
সেই আঁচলই আজ ঠাঁইহীন হয় চৈত্রের বালুচরে ।
শত কষ্টকে আপন করে, বেঁধেছো মায়ার গান ।
অস্তিত্ব যখন ছিল না কোন, কল্পনায় করিয়েছাে বিচরণ,
অস্তিত্ব যখন ক্ষীণ হয়েছে, দিয়েছো জায়গা আমরণ ।
তনু যখন ক্ষুদ্র আমার, দিয়েছো জায়গা বৃহৎ,
বুকে আগলিয়ে রেখেছো মোরে, করেছো রক্ষার শপথ ।
ছোট হাত দুটো জরিয়ে ধরে, করেছো অগ্রসর,
বন্ধুর পথও সুগম করেছো, হয়ে বিপদে কাতর ।
তিলে তিলে মোর শিরায় বাড়িয়েছো, রক্তের সঞ্চালন,
শত লোলুপদৃষ্টি থেকে রক্ষা করেছে, মা'র ই আঁচল ।
হাঁটতে যখন শিখেছি তখন, হোঁচটে পেতেছো হাত,
ধীরে ধীরে মোরে করেছো বড়, রক্ত করেছো বারিপাত ।
কাপড় যখন ভারি হল, ভারি হলো অভিমান,
সবকিছু তখন ভুলিয়া আমি, গাইছি নতুন গান ।
যার ত্যাগে বাহু আর দেহ, হয়েছে বলিষ্ঠ,
চির অবদান ভুলে তার, দিয়েছি কত না কষ্ট ।
চর্ম যখন কুচকানো তার, সঙ্গী বার্ধক্য,
অবহেলায় তখন দূরে ঠেলেছি, করেছি পার্থক্য ।
কালো কুন্তল পরিক্রমনে তার, হয়েছে শুভ্র ধবল,
তাহাতে কখনও বিলাই নি মোরে, হয়েও সুস্থ-সবল ।
পরম আদরে যে মাতা মোদের লুকাইত আঁচল তলে,
সেই আঁচলই আজ ঠাঁইহীন হয় চৈত্রের বালুচরে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আগন্তুক নাগরিক ২৯/১২/২০১৪ধন্যবাদ কবি শিমুল শুভ্র ।
-
শিমুল শুভ্র ২৮/১২/২০১৪কবিতা এত ভালো হয় তা আপনার নির্মাণ না পাঠ করলে বুঝা যেতো না , জাষ্ট অসাধারণ
-
আগন্তুক নাগরিক ২৮/১২/২০১৪ধন্যবাদ সকল কবিদের । আমি সত্যিই অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে । আমার লেখায় আপনাদের মতো কবিদের মন্তব্য আমাকে সত্যিই অনেক অনুপ্রাণিত করেছে ।
এবং অনেক কৃতজ্ঞ তার জন্য যে সবসময় আমাকে উত্সাহিত করেছে কবিতা লেখায় ।
অশেষ ধন্যবাদ কবি অনিরুদ্ধ বুলবুল ভাই । -
অ ২২/১২/২০১৪সুন্দর লেখা ।
-
অনিরুদ্ধ বুলবুল ২২/১২/২০১৪মা কে নিয়ে কবিতা খুবই সুন্দর হয়েছে।
মায়ের প্রতি কৃতজ্ঞতা খুব ভল লাগল কবি।
কয়েকটা বানান ঠিক করে নিন -
বেঁধেছো/বিচরণ/আমরণ/বাড়িয়েছো/হাঁটতে/ঠাঁইহীন
অভিনন্দন ও শুভেচ্ছা। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২২/১২/২০১৪ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার.........
আসরে আপনার প্রথম লেখা। টপিকস টি তো অনবদ্য। মা কে নিয়ে লেখা। আপনাকে সু-স্বাগতম জানাচ্ছি। চালিয়ে যান।