সুরুয়া
একজন সুরুয়া কারবারী
কখনোই প্রকৃত তৃষ্ণা মেটাতে পারে না।
সে মন শীতলের বিপরীতে
জীবনের মানে খোঁজে।
সে খোঁজে কামুক দুপুর,তৃষ্ণার্ত পথিক।
অস্তিত্বের ভারসাম্য তার কাছে
দর্পণের ভিতর দিয়ে দেখা যাওয়ার মতই
অথচ, সে তা একেবারেই উপলব্ধি করে না।
কারণ,সে ভুলে গেছে রঙিন প্রচ্ছদে... শুভ্রতার পরশ।
ইউ এ ই ( দুবাই)
তাং ০৩/০৪/২০২৩ ইং
কখনোই প্রকৃত তৃষ্ণা মেটাতে পারে না।
সে মন শীতলের বিপরীতে
জীবনের মানে খোঁজে।
সে খোঁজে কামুক দুপুর,তৃষ্ণার্ত পথিক।
অস্তিত্বের ভারসাম্য তার কাছে
দর্পণের ভিতর দিয়ে দেখা যাওয়ার মতই
অথচ, সে তা একেবারেই উপলব্ধি করে না।
কারণ,সে ভুলে গেছে রঙিন প্রচ্ছদে... শুভ্রতার পরশ।
ইউ এ ই ( দুবাই)
তাং ০৩/০৪/২০২৩ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৪/০৮/২০২৩অভিনব কবিতা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/০৪/২০২৩অনবদ্য
-
আলমগীর সরকার লিটন ১৩/০৪/২০২৩সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ১২/০৪/২০২৩অ-ন-ন্য!
-
ফয়জুল মহী ১২/০৪/২০২৩মহিমান্বিত লেখা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১২/০৪/২০২৩সুন্দর প্রকাশ।