আতংক
এই পরিস্থিতি জন-জীবনে,
স্বস্তি ফিরিয়ে!
একদিন এই মহামারী
হারিয়ে যাবেই ;
তবে হারাবে না, বেহায়া নির্লজ্জ মানুষগুলো।
সদ্য জন্মানো শিশু লাশের ভিড়ে হারিয়েছে মাকে
পুনরুজ্জীবিত হবে না আর শত চেষ্টার ফলে।
এখন ;সেও জানেনা কী বিষে বক্ষ তার জড়িয়ে আছে
জন্মের কারণে মরে গেছে জননী, নাকি মহামারি?
পিতাকেও দেখেনি, আসেনি কোনো স্বজন!
জীবনের মূল্য খুঁজতে গিয়ে হয়ে যাচ্ছে সব পর...
মানুষ বড়ই স্বার্থপর।
তারপর... একদিন নিভে গেলো সদ্য প্রস্ফুটিত আলোক শিখা!
পৃথিবীর আলো বাতাস
আকাশের নক্ষত্র... ;
দিগন্ত হতে দিগন্ত সবকিছুই এখন সুনসান স্তব্ধ!
-----------------------+-----------------------------------
সৌদি আরব।
তাং ২৫/০৪/২০২০ ইং
স্বস্তি ফিরিয়ে!
একদিন এই মহামারী
হারিয়ে যাবেই ;
তবে হারাবে না, বেহায়া নির্লজ্জ মানুষগুলো।
সদ্য জন্মানো শিশু লাশের ভিড়ে হারিয়েছে মাকে
পুনরুজ্জীবিত হবে না আর শত চেষ্টার ফলে।
এখন ;সেও জানেনা কী বিষে বক্ষ তার জড়িয়ে আছে
জন্মের কারণে মরে গেছে জননী, নাকি মহামারি?
পিতাকেও দেখেনি, আসেনি কোনো স্বজন!
জীবনের মূল্য খুঁজতে গিয়ে হয়ে যাচ্ছে সব পর...
মানুষ বড়ই স্বার্থপর।
তারপর... একদিন নিভে গেলো সদ্য প্রস্ফুটিত আলোক শিখা!
পৃথিবীর আলো বাতাস
আকাশের নক্ষত্র... ;
দিগন্ত হতে দিগন্ত সবকিছুই এখন সুনসান স্তব্ধ!
-----------------------+-----------------------------------
সৌদি আরব।
তাং ২৫/০৪/২০২০ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৩/০৫/২০২৩অসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/০৪/২০২৩বেশ!
-
ফয়জুল মহী ১০/০৪/২০২৩Excellent
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১০/০৪/২০২৩সুন্দর প্রকাশ।
-
সুপ্রিয় কুমার চক্রবর্তী ১০/০৪/২০২৩আরো লিখতে থাকুন !