অবগাহন
মনের গহীন থেকে যে হাসির আলোড়ন,
যে হাসি স্নিগ্ধতায় ভরিয়ে তোলে
এই তপ্ত রোদেলার আবরণ
সেই হাসির নাম প্রশান্তি।
যে চাহনি মনের গহীনে শুধুই মনের কথা বলে
সে ঘরে চুপটি করে কোন পাষাণী মরে
সে যে ঘরের বাহির হয়, রইতে নাহি সয়
সে যে দেশান্তরী হয়।
-----------------------------------------------------------------
রচনাকালঃ ২৫/০৩/২০১৪ ইং
ইউ,এ,ই,(দুবাই)
যে হাসি স্নিগ্ধতায় ভরিয়ে তোলে
এই তপ্ত রোদেলার আবরণ
সেই হাসির নাম প্রশান্তি।
যে চাহনি মনের গহীনে শুধুই মনের কথা বলে
সে ঘরে চুপটি করে কোন পাষাণী মরে
সে যে ঘরের বাহির হয়, রইতে নাহি সয়
সে যে দেশান্তরী হয়।
-----------------------------------------------------------------
রচনাকালঃ ২৫/০৩/২০১৪ ইং
ইউ,এ,ই,(দুবাই)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০৪/২০২৩অনবদ্য
-
অনিকেত ০৯/০৬/২০১৭বাহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/০৬/২০১৭ভালোলাগা সহ।
-
Tanju H ০৯/০৬/২০১৭অসাধারন কবি..
শুভেচ্ছা নিবেন। -
ফয়েজ উল্লাহ রবি ০৯/০৬/২০১৭অসাধারণ!!
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৬/২০১৭মনের গহীনে অবগাহন করলে প্রশান্তিলাভ করা যায়।
-
সাঁঝের তারা ০৯/০৬/২০১৭ভাল