www.tarunyo.com

ঘৃণাঃ কাপুরুষ ভ্রমরকে

ভ্রমর কহে-
“দুঃখ কেন কুমড়োলতা!
তোমার ডগায় ফুল ছিল
আজ ফল দেখি
নিশ্চয়ই কোন গুণী ভ্রমর
হয়েছিল অভিসারী …”

কুমড়োলতা ডুকড়ে বলে-
“হতভাগী আমি
তা’বলে
নিষ্ঠুর কেন হব
যে দেহ মন
তোমায় সঁপেছি
সেগুলো নিয়ে
অন্যে নীত হবো!”

ভ্রমর তখন
ব্যঙ্গ সুরে –
“ফুল শুকায়ে
ফল করেছ
এখন বলছ নীতিকথা
মানায়না-
এ-
মানায় না!
ভালই করেছ
আমি যখন দুরবনে যাই
তোমার তখন জাগলো কাম
সময়মতো পেয়েও গেছো…”

কুমড়োলতায় দমকা হাওয়া
কন্ঠে দারুণ আহাজারি
বলে-
“যা খুশী আজ বলবেইতো
মন ভ্রমরার অগোচরে
তস্কর কীট দাঁও মেরেছে
দুঃখের সময় দুধের মাছি
এঁটো লতা ভুলবেইতো
কাপুরুষ, যাও শর্ষে বনে”
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast