www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীনতা তুমি

স্বাধীনতা তুমি প্রথম সন্তান ধুসর বর্ণের মায়ের।
স্বাধীনতা তুমি প্রথম খরচ বাবার প্রথম আয়ের।
স্বাধীনতা তুমি প্রথম প্রহর পুত্রের প্রথম চাহনি।
স্বাধীনতা তুমি প্রথম ডাকে কেড়ে নেওয়া আত্মজীবনী।

স্বাধীনতা তুমি রাখাল বাঁশি কৃষকের বুক ভরা হাসি।
স্বাধীনতা তুমি জেলের নিশি মাঝির রাত জাগা কাশি।
স্বাধীনতা তুমি বাউলের গান আঁকাবাকা মেঠোপথ।
স্বাধীনতা তুমি জসীমউদ্দীনের নকশীকাঁথার মাঠ।

স্বাধীনতা তুমি প্রথম শব্দ ছোট খোকার পড়তে যাওয়া।
স্বাধীনতা তুমি প্রথম আবদার প্রথম বাবার কাছে চাওয়া।
স্বাধীনতা তুমি শষ্যে ফুল মাঠ ভরা ফসলের চাদর।
স্বাধীনতা তুমি শিশিরকণার ঘাসের নরম নরম আদর।

স্বাধীনতা তুমি মেহনতী মানুষের কষ্টের শরীরের ঘাম।
স্বাধীনতা তুমি রোদ্রে থাকা গাছে পাকা পাকা আম।
স্বাধীনতা তুমি দিনমজুরের কোদাল লাঙল মাটিকাটার টুপড়ি।
স্বাধীনতা তুমি রোজ সকালে ফুল তোলা মালীর ঝুড়ি।

স্বাধীনতা তুমি রিক্সাওয়ালার রিক্সার টুংটাং শব্দের আওয়াজ।
স্বাধীনতা তুমি ফেরিওয়ালার নানান রকমের কথা বলার সাজ।
স্বাধীনতা তুমি মূকাভিনেতার কথায় কথায় হাত মাথা নাড়ানো।
স্বাধীনতা তুমি ফকির মিসকিনের জনে জনের কাছে হাত বাড়ানো।

স্বাধীনতা তুমি হকারের নানামুখী কৌশলের আশা প্রত্যাশা।
স্বাধীনতা তুমি লটারির টিকিট না মিটিয়ে যাওয়া আশা।
স্বাধীনতা তুমি মাঝ রাতে ধান ভাঙানো বৌয়ের ঢেঁকি।
স্বাধীনতা তুমি ভোর রাতে মোরগের সকাল সকাল ডাকি।

স্বাধীনতা তুমি মসজিদের ইমামের পাঁচবার আজানের ধ্বনি।
স্বাধীনতা তুমি কোরআনের হাফেজ শত শত আয়াতের খনি।
স্বাধীনতা তুমি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ছোট বেলার শেখানো ধারাপাত।
স্বাধীনতা তুমি আল কোরআনের আলো সঠিক জীবনের পথ।

স্বাধীনতা তুমি কড়া শাসন শিক্ষকের মানুষ তৈরি করা আঘাত।
স্বাধীনতা তুমি মসজিদ মাদ্রাসার হুজুরের হাতের শক্ত বেত।
স্বাধীনতা তুমি ১৬ই ডিসেম্বর ২১শে ফেব্রুয়ারি পালন।
স্বাধীনতা তুমি তোমার ধর্ম তোমার বর্ণ বুকে লালন।

স্বাধীনতা তুমি নায়ক সালমান শাহ'র মাথায় রাখা ক্যাপ।
স্বাধীনতা তুমি বিশ্বব্যাপী বাংলাদেশী মানচিত্র ইংরেজি ম্যাপ।
স্বাধীনতা তুমি চঞ্চল চৌধুরীর আয়নাবাজি মনপুরার মাঠ।
স্বাধীনতা তুমি তৌকীর আহমেদের হালদা অজ্ঞাতনামার পাঠ।

স্বাধীনতা তুমি সৈয়দ আব্দুল হাদির নানামুখী দুঃখ বেদনার গান।
স্বাধীনতা তুমি আব্দুল জব্বারের গানে মুক্তির মুক্তিযুদ্ধের আহবান।
স্বাধীনতা তুমি রবীন্দ্রনাথের বাংলাদেশের জাতীয় সংগীত।
স্বাধীনতা তুমি কাজী নজরুলের জনপ্রিয় রণ গীত।

স্বাধীনতা তুমি হুমায়ূন আহমেদের নন্দিত নরকে ঘেটু পুত্র কমলা।
স্বাধীনতা তুমি আব্দুল হাকিমের ইউসুফ-জুলেখা বিখ্যাত কারবালা।
স্বাধীনতা তুমি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
স্বাধীনতা তুমি শহীদ এম মনসুর আলীর ত্যাগী কাহিনী।

স্বাধীনতা তুমি স্বাধীনতার সুখ রজনীকান্ত সেনের বাবু পাখির কবিতা/ছড়া।
স্বাধীনতা তুমি সাহিত্যিক বরকতুল্লাহর সাহিত্য পুরুষ্কার তৈরি করা।
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধু সেতু কলকাতাগামী মৈত্রী ট্রেন।
স্বাধীনতা তুমি এফ আর সরকারের বিজ্ঞানী ব্রেইন।
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর কালজয়ী ৭ই মার্চের ভাষণ।
স্বাধীনতা তুমি জনপ্রিয় নেত্রী শেখ হাসিনার আসন।
স্বাধীনতা তুমি মাদারীপুরের ফজলুর রহমান খান।
স্বাধীনতা তুমি সিরাজগঞ্জের আনোয়ারা রচিত নজিবর রহমান।

স্বাধীনতা তুমি বাংলার বিখ্যাত যাদুকর জুয়েল আইচ।
স্বাধীনতা তুমি গ্রাম বাংলার মাঝি মাল্লার বিখ্যাত নৌকা বাইচ।
স্বাধীনতা তুমি বাংলা একাডেমি, স্বাধীনতার স্মৃতিসৌধ।
স্বাধীনতা তুমি ঢাকার বুকে ২১৫ একরে জাতীয় সংসদ।

স্বাধীনতা তুমি লাল সবুজের কামরুল হাসানের পতাকা।
স্বাধীনতা তুমি মানচিত্র খচিত পতাকা শিব নারায়ণ দাসের আঁকা।
স্বাধীনতা তুমি সৈয়দ মাইনুল হোসেনের প্রণীত নকশার স্মৃতিসৌধ।
স্বাধীনতা তুমি সালাম রফিক বরকত জব্বার স্বাধীনতা যুদ্ধের ক্রোধ।

স্বাধীনতা তুমি শহীদ জিয়াউর রহমানের ধানের শীষ।
স্বাধীনতা তুমি বেগম খালেদা জিয়ার প্রতীক অহর্নিশ।
স্বাধীনতা তুমি সাকিব আল হাসান মাশরাফি বিন মর্তুজা।
স্বাধীনতা তুমি নারী ক্রিকেট দল বাংলার রক্তে তাজা।

স্বাধীনতা তুমি বিখ্যাত চলন বিল নাটোরের বনলতা সেন।
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধু স্যাটেলাইট, পাবনার সুচিত্রা সেন।
স্বাধীনতা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের কাছে নজরুলের সমাধি।
স্বাধীনতা তুমি মেঘনা পদ্মা সুরমা বম্মপুত্র নদী।

স্বাধীনতা তুমি শহীদ জননী জাহানারা ইমামের বীরশ্রেষ্ঠ একাত্তরের দিনগুলি।
স্বাধীনতা তুমি মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ প্রাণ তারও অধিক মাথার খুলি।
স্বাধীনতা তুমি আব্বাস উদ্দিনের সংগীত জীবন ভাটিয়ালি জারি সারি গান।
স্বাধীনতা তুমি বীর প্রতীক গোলাম মোস্তফার স্বাধীনতার যুদ্ধে অবদান।

স্বাধীনতা তুমি আধ্যাত্মিক দার্শনিক বাউল সম্রাট বহুমুখী প্রতিভার লালন সাঁই।
স্বাধীনতা তুমি হায়দার হোসেনের গণতন্ত্র, ত্রিশ বছর, সরকারী অফিসার গাই।
স্বাধীনতা তুমি মুক্তিযোদ্ধা পপ সম্রাট আজম খানের গিটারের সূর।
স্বাধীনতা তুমি মুক্তিযুদ্ধে বাজা রেডিও বেতারে গান দূর বহুদুর।

স্বাধীনতা তুমি পালা পার্বণে গাওয়া আব্দুল আলীমের কালজয়ী গান।
স্বাধীনতা তুমি সুনামগঞ্জের কিংবদন্তি শাহ আব্দুল করিমের বাউল প্রাণ।
স্বাধীনতা তুমি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নারীবাদী সুলতানার স্বপ্ন।
স্বাধীনতা তুমি সুফিয়া কামালের সাঁঝের মায়া, উদাত্ত পৃথিবী, নারী প্রগতি আন্দোলনে মগ্ন।

স্বাধীনতা তুমি সনেট অমিত্রাক্ষর ছন্দের মাইকেল মধুসূদনের মেঘনাদবধ কাব্য।
স্বাধীনতা তুমি জীবনানন্দ দাশের রূপসী বাংলা বনলতা সেনের প্রবন্ধ।
স্বাধীনতা তুমি অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্রের শ্রীকান্ত দেবদাস।
স্বাধীনতা তুমি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি'র দীর্ঘশ্বাস।

স্বাধীনতা তুমি ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী বাংলা ভাষা আন্দোলন।
স্বাধীনতা তুমি স্বাধীন বাংলার প্রথম পতাকা ২৬ শে মার্চের অংশগ্রহণ।
স্বাধীনতা তুমি বুদ্ধিজীবী হত্যাকান্ড কলঙ্কিত ১৪ ডিসেম্বরের পর।
স্বাধীনতা তুমি ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর।

স্বাধীনতা তুমি জয়নুল আবেদীন এস এম সুলতানের রংতুলি।
স্বাধীনতা তুমি অপারেশন সার্চলাইট বৈদ্যনাথতলার থুলি।
স্বাধীনতা তুমি আসিফ আকবরের চল চল চল গাওয়া।
স্বাধীনতা তুমি স্বাধীন দেশে বেঁচে থেকে স্বাধীনতা পাওয়া।

স্বাধীনতা তুমি এক নদী রক্ত পেরিয়ে খান আতাউর রহমান।
স্বাধীনতা তুমি এক সাগর রক্তের বিনিময়ে গোবিন্দ হালদারের গান।
স্বাধীনতা তুমি একুশে বইমেলা সাহিত্যের নানান পদক।
স্বাধীনতা তুমি পহেলা বৈশাখ বৈশাখী ঋতু সাদাকালো চাতক।

স্বাধীনতা তুমি পবিত্র ঈদ হাজার হাজার মুসল্লিদের কোলাকুলি।
স্বাধীনতা তুমি মিছিল সমাবেশ সমাবর্তন ছাত্রছাত্রী জনগণের ডলাডলি।
স্বাধীনতা তুমি শাড়ি পাজামা পান্জাবীর বাহারি নববর্ষ।
স্বাধীনতা তুমি শত শত বিদ্যালয়ে অশ্রুজলে বিদায়ী বর্ষ।

স্বাধীনতা তুমি মধ্য সাগরে নৌযানে নাবিকের দেশ রক্ষায় পাহারা।
স্বাধীনতা তুমি দেশ রক্ষায় ব্যস্ত সৈনিকের মায়ের না দেখা চেহারা।
স্বাধীনতা তুমি হানিফ সংকেতের ইত্যাদি বিটিভির প্রচার।
স্বাধীনতা তুমি ফেসবুক অনলাইনে হাজার কবিতার সমাহার।

স্বাধীনতা তুমি বিজয় দিবসে নানামুখী শত শত খেলা।
স্বাধীনতা তুমি গ্রামগঞ্জের শতবর্ষপূর্তির পুরানো মেলা।
স্বাধীনতা তুমি ফুটবল মাঠে খেলা মাইকে মাইকে প্রচার।
স্বাধীনতা তুমি রেফারির বাঁশির আওয়াজ গ্রাম্য সালিশ বিচার।

স্বাধীনতা তুমি প্রত্যেক স্কুলের মধ্য বিরতি ছুটির ঘন্টা।
স্বাধীনতা তুমি প্যারেড পিডি যুদ্ধে বন্দুকের বেয়নেটটা।
স্বাধীনতা তুমি যাত্রাপালা রাজা সেনাপতির কথোপকথন।
স্বাধীনতা তুমি বিভাগীয় প্রতিযোগিতা বিচারকমন্ডলীর আসন।

স্বাধীনতা তুমি খাগড়াছড়ির শতবর্ষী বটগাছের বটতলী।
স্বাধীনতা তুমি পাবনার শতবর্ষী হার্ডিঞ্জ ব্রিজের তলী।
স্বাধীনতা তুমি শতবর্ষের প্রত্নতাত্ত্বিক বরেন্দ্র জাদুঘর।
স্বাধীনতা তুমি শতবর্ষের প্রাচীন ষাট গম্বুজ মসজিদ ঘর ।

স্বাধীনতা তুমি বৃদ্ধ দাদুর চলার লাঠি সাদাকালো ফ্রেমের চশমা।
স্বাধীনতা তুমি বৃদ্ধ দাদির প্রভাতে কোরআন পড়ার মহকুমা।
স্বাধীনতা তুমি সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স।
স্বাধীনতা তুমি ৭ বীরশ্রেষ্ঠের বুকভরা শত সহস্র সাহস।

স্বাধীনতা তুমি বিখ্যাত দানবীর, জনহিতৈষী হাজি মুহাম্মদ মহসীন।
স্বাধীনতা তুমি গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলার নবজাগরণ।
স্বাধীনতা তুমি একাত্তরের যীশু, মুক্তির গানে ওরা ১১ জন।
স্বাধীনতা তুমি মুক্তিযুদ্ধপঞ্জি, চিলেকোঠার সেপাই, একাত্তরের রনাঙ্গন।

স্বাধীনতা তুমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাকহরকরা, বঙ্গবন্ধুর আত্মজীবনী।
স্বাধীনতা তুমি শামসুর রাহমানের স্বাধীনতা তুমি, আদিগন্ত নগ্ন পদধ্বনি।
স্বাধীনতা তুমি ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মহররম শরীফ।
স্বাধীনতা তুমি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী সুনাম।

স্বাধীনতা তুমি ৬৪ জেলার সমন্বয়ে এক মানচিত্রের বাংলাদেশ।
স্বাধীনতা তুমি ১,৪৭,৫৭০ বর্গ কি.মি'র উপকূলীয় দেশ।
স্বাধীনতা তুমি বাংলার প্রথম ঢাকা কলেজিয়েট স্কুল উচ্চবিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ।
স্বাধীনতা তুমি বাংলাদেশের প্রথম যশোর জেলার বহিঃপ্রকাশ।

স্বাধীনতা তুমি বাংলাদেশ মুক্তিবাহিনীর পতাকা, ১১টি যুদ্ধক্ষেত্র।
স্বাধীনতা তুমি তারামন বিবি ও ক্যাপ্টেন সেতারা বেগমের খেতাব পাওয়া পত্র।
স্বাধীনতা তুমি জাগ্রত জনতার দেশ স্বাধীনের প্রতিজ্ঞা।
স্বাধীনতা তুমি মায়ের পা ছুয়ে শপথ যুবকের আজ্ঞা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার লিখেছেন
  • নান্দনিক ছোঁয়ায় অপূর্ব সৃষ্টি।
 
Quantcast