www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানচিত্র

বিজয় তুমি লক্ষ লক্ষ শহীদদের খন্ডিত দেহ প্রাণ।
বিজয় তুমি ১৬ কোটি বাংলার বিজয়ের জয়গান।
বিজয় তুমি রাখাল বাঁশি শষ্য ফুলের রং।
বিজয় তুমি রাঙা বৌয়ের নতুন নতুন ঢং।

বিজয় তুমি ময়না টিয়া ঘাস ফড়িঙের দৌড়।
বিজয় তুমি মেঠো পথে এলোপাথাড়ি মোড়।
বিজয় তুমি হাসনাহেনা শাপলা মোড়ক জবা।
বিজয় তুমি লাল সূর্যের তীর ধনুকের আভা।

বিজয় তুমি শিশিরকণা শিশির ভেজা ঘাস।
বিজয় তুমি বাউল গান কৃষকের সোনালী আঁশ।
বিজয় তুমি রবীন্দ্রনাথের জাতীয় সংগীত।
বিজয় তুমি কাজী নজরুলের গেয়ে যাওয়া গীত।

বিজয় তুমি ঈশ্বরচন্দ্রের বহু পঠিত দেবদাস।
বিজয় তুমি বনলতা সেন লিখিত জীবনানন্দ দাস।
বিজয় তুমি নজিবুরের বিখ্যাত রচনা আনোয়ারা।
বিজয় তুমি হুমায়ুন আহমেদের হিমু মিসির আলীরা।

বিজয় তুমি জর্জ হ্যারিসনের স্বপ্নে দেখা দেশ।
বিজয় তুমি শেখ মুজিবের ভাষণের শেষ
বিজয় তুমি জেমসের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
বিজয় তুমি হায়দার হোসেনের গনতন্ত্রের মুকুট হাসি

বিজয় তুমি লাখো মায়ের ইজ্জতের দান।
বিজয় তুমি লাখো বোনের হারানো মান সন্মান।
বিজয় তুমি লাখো শহীদের রক্ত ভেজা প্রাণ।
বিজয় তুমি লাখো জনতার মুক্তিকামী আহবান।

বিজয় তুমি বিজয় মিছিলের শত শত পতাকা।
বিজয় তুমি বিজয় দিবসে লাল সবুজে আঁকা।
বিজয় তুমি বর্ণ ভেদে সকলেই গোত্রে মিত্র।
বিজয় তুমি বাংলা বর্ণের সাজানো মানচিত্র।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ বিজয়ের জয়ধ্বনি
  • বিজয়ের সুন্দর অনুভূতি
  • বিজয়ের শুভেচ্ছা
  • ইবনে মিজান ০৫/১১/২০১৮
    স্বাধীনতা তুমি কবিতাটির আঙ্গিকে রচিত!
    • নৃ মাসুদ রানা ০৪/১০/২০১৯
      ধন্যবাদ
 
Quantcast