যোগসূত্র
যেখানে একই লক্ষ, একই উদ্দেশ্য, একই আশা স্বপ্ন, একই আশা, একই প্রত্যাশা, একই চিন্তা, একই চেতনা, সারক্ষণ একই ভাবনা। জীবন যাত্রার বাধা গুলো একই ক্ষেত্রে একই রকম। একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ নিয়ে উভয়ের পথ চলা। পাশা-পাশি দুটি হৃদয় পঞ্চ ইন্দিয় ব্যতিত ভাব আদান প্রদান করতে পারে। এই মহা অকৃত্তিম যোগসুত্র কেউ টাকা দিয়ে কিনতে পারে না। কোন মহা গণিতবীদ এই সুত্র ব্যবহার করে যোগ করতে পারেন না, কোন রসায়নবীদ রাসায়নিক বিক্রিয়া দ্বারা এই শক্তি তৈরী করতে সক্ষম নহেন, কোন মহা নির্মাতা এটি নির্মাণ করতে সক্ষম নহেন। এটি চোখে দেখা যায় না। হৃদয় দ্বারা অনুভব করা একমাত্র সম্ভব। যাদের মাঝে মহানুভবতা আছে, হৃদ্রতা আছে, মানুষকে ভালোবাসার শক্তি আছে, সততা ও নিষ্ঠা যাদের হৃদয়কে স্পর্শ করেছে। একমাত্র সেই এই যোগসুত্র সৃষ্টি করতে পারে। প্রকৃত ভালোবাসা স্বর্গীয় দান। এটাকে ইচ্ছা করে হৃদয়কে জাগাতে হয় না। সুপ্ত হৃদয় প্রয়োজনুপাতে জাগিয়ে নেয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয়শ্রী রায় মৈত্র ১৫/০৬/২০১৭ইয়েস, যোগসূত্র । ভালো লিখেছেন ।
-
মো: মাসুদুর রহমান ১৮/০৫/২০১৭thank all
-
এ এস এম আব্দুল্লাহ ১২/০৫/২০১৭ভালো লিখেছেন
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৪/০৫/২০১৭দারুণ..
ওয়ান মোর.. -
সাঁঝের তারা ০৪/০৫/২০১৭ভাল...