কৃষক
কৃষক তোমাকে দিয়াছে অশন
বল প্রয়োগে করি ও না পেষণ,
ভু-মাটি দিয়াছে আহার
ব্যান্ঞন বুঝিতেছো না তাহার।
কৃষকে কপালে হইয়াছে খত
তাহার তুষাতুর নয় মনে নয় জলে,
মিনতি করি তোমারি অপণে
কাঙাল সে করিও না ক্রুর।
বিধাতার কাছে মিনতি করে
তুষ্ট যদি থাকিবার পাই ভুবনের প্রান্তে,
শাহিগদি নয়,নবাবসন নয়,কৃপণতা নয়
বে-আকুফ থাকিবার চাই ভুবনের কাধেঁ।।
বল প্রয়োগে করি ও না পেষণ,
ভু-মাটি দিয়াছে আহার
ব্যান্ঞন বুঝিতেছো না তাহার।
কৃষকে কপালে হইয়াছে খত
তাহার তুষাতুর নয় মনে নয় জলে,
মিনতি করি তোমারি অপণে
কাঙাল সে করিও না ক্রুর।
বিধাতার কাছে মিনতি করে
তুষ্ট যদি থাকিবার পাই ভুবনের প্রান্তে,
শাহিগদি নয়,নবাবসন নয়,কৃপণতা নয়
বে-আকুফ থাকিবার চাই ভুবনের কাধেঁ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৩/০৫/২০২০Salute