লিজা তোমার জন্য
কোন এক শুভদিনে
ফেসবুকেতে পরিচয়,
সুযোগ হয়নি বলে
করিনি কথা বিনিময়।
ছবি দেখে তারে
লাগলো অামার ভালো,
অাম্মু বলে ডেকে তাই
মনটা জুড়ালো।
হয়তো বেসেছে ভালো
হয়তো বা বাসে,
তার কথা পড়লে মনে
রাবুর কথা অাসে।
রাবু অামার স্মৃতির নাম
ছবি হয়ে অাছে,
লিজা অামার রাবুর মতোই
মা হয়ে অাছে।
অামি সবুর দিচ্ছি কথা
তুমি বুঝে নিও,
মা-ছেলের সম্পর্কের
প্রকাশ্য স্বীকৃতি দিও।
(অামার ভাগনী ১৭ বছরের রাবুর (৬মার্চ/১৪) অস্বাভাবিক অকাল মৃত্যুর পর রাবুকে সারাক্ষণ মিস করছি, রাবু অামাকে ছেলে অার অামি রাবুকে মা বলে ডাকতাম। ফেসবুকে হঠাৎ লিজা (দিনাজপুর) নামের একটি মেয়েকে অামার রাবু বলে খুঁজে পেলাম। তার জন্য অাজ অামার দু-কলম লেখা)
ফেসবুকেতে পরিচয়,
সুযোগ হয়নি বলে
করিনি কথা বিনিময়।
ছবি দেখে তারে
লাগলো অামার ভালো,
অাম্মু বলে ডেকে তাই
মনটা জুড়ালো।
হয়তো বেসেছে ভালো
হয়তো বা বাসে,
তার কথা পড়লে মনে
রাবুর কথা অাসে।
রাবু অামার স্মৃতির নাম
ছবি হয়ে অাছে,
লিজা অামার রাবুর মতোই
মা হয়ে অাছে।
অামি সবুর দিচ্ছি কথা
তুমি বুঝে নিও,
মা-ছেলের সম্পর্কের
প্রকাশ্য স্বীকৃতি দিও।
(অামার ভাগনী ১৭ বছরের রাবুর (৬মার্চ/১৪) অস্বাভাবিক অকাল মৃত্যুর পর রাবুকে সারাক্ষণ মিস করছি, রাবু অামাকে ছেলে অার অামি রাবুকে মা বলে ডাকতাম। ফেসবুকে হঠাৎ লিজা (দিনাজপুর) নামের একটি মেয়েকে অামার রাবু বলে খুঁজে পেলাম। তার জন্য অাজ অামার দু-কলম লেখা)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৩/১২/২০১৪আশা করছি লিজার মধ্যে আপনি তাকে খুজে পাবেন। আর লিজা আপনাকে ছেলের স্নেহ দিবে.........
-
মুহাম্মদ মাসউদ ১০/১২/২০১৪আল্লাহ্
-
অ ০৯/১২/২০১৪অনেক কষ্ট পেলাম আপনার ব্যথিত চিত্তের কাব্যকথায় ।
ভালো থাকবেন । -
অনিরুদ্ধ বুলবুল ০৯/১২/২০১৪আপনার ভাগনীর অকাল প্রয়াণে ব্যথিত হলাম, তার আত্মার মাগফেরাত কামনা করি।
কাউকে যদি মায়ের প্রতিরূপ পেয়ে থাকেন সে আপনার সৌভাগ্য।