ভালো থাকা হয় না
ভালো থাকবো বলে-
সেদিন তোমার সৃষ্ট ধংসযজ্ঞ
পিছনে ফেলে একা চলে এসেছি,
ছেড়ে দিয়েছি উদাত্ব দুটি হাত।
ভালো থাকবো বলে-
নিঃশেষ হওয়া ভালোবাসার
মনকাড়া সুরে অার নিজেকে সাধিনি,
বিস্বাসহীন প্রেমকে দুপাঁয়ে গুড়িয়েছি।
ভালো থাকবো বলে-
তোমার সমস্ত স্মৃতির জাল কেঁটে
দেশ ছেড়েছি ভুলতে তোমায়,
তবুও ভালো থাকা হয়না অামার।
সেদিন তোমার সৃষ্ট ধংসযজ্ঞ
পিছনে ফেলে একা চলে এসেছি,
ছেড়ে দিয়েছি উদাত্ব দুটি হাত।
ভালো থাকবো বলে-
নিঃশেষ হওয়া ভালোবাসার
মনকাড়া সুরে অার নিজেকে সাধিনি,
বিস্বাসহীন প্রেমকে দুপাঁয়ে গুড়িয়েছি।
ভালো থাকবো বলে-
তোমার সমস্ত স্মৃতির জাল কেঁটে
দেশ ছেড়েছি ভুলতে তোমায়,
তবুও ভালো থাকা হয়না অামার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এ সবুর ০৯/১২/২০১৪বুলবুল ভাই কোন বানানগুলো দয়া করে যদি বলতেন! মোবাইলে টাইপ করি তো!
-
অনিরুদ্ধ বুলবুল ০৮/১২/২০১৪লেখাটা বেশ হয়েছে।
বানানে আরো নজর দিতে হবে।
শুভেচ্ছা নিন।