www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালো থাকা হয় না

ভালো থাকবো বলে-
সেদিন তোমার সৃষ্ট ধংসযজ্ঞ
পিছনে ফেলে একা চলে এসেছি,
ছেড়ে দিয়েছি উদাত্ব দুটি হাত।

ভালো থাকবো বলে-
নিঃশেষ হওয়া ভালোবাসার
মনকাড়া সুরে অার নিজেকে সাধিনি,
বিস্বাসহীন প্রেমকে দুপাঁয়ে গুড়িয়েছি।

ভালো থাকবো বলে-
তোমার সমস্ত স্মৃতির জাল কেঁটে
দেশ ছেড়েছি ভুলতে তোমায়,
তবুও ভালো থাকা হয়না অামার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast