www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন প্রতারক

কষ্ট যাতনায় বিনিদ্র অাঁখি,
দুঃখের বর্ষণে সিক্ত অাজ।
ললাটে অংকিত প্রেম চিহ্ন-
ভাগ্যের পদধূলীতে অস্পষ্ট প্রায়।
হতাশার সায়রে ভাসমান অামি
সকাল-দুপুর-সন্ধ্যা-রাত।

ক্ষীন স্পর্শের অাকুলতায় এসেছিেল,
বুকের উর্বর ভুমিতে ফলাতে
হাইব্রীড বেদনার অগণিত বীজ।
ফাগুনের বনে অাগুন দিয়ে-
ভালোবাসার ছোবলে নিলে কেড়ে,
শৈশব-কৈশর- তারুণ্য-যৌবন।

স্তব্ধ নিরবতায় অামি অাজ,
কম্পিত হৃদয় বীনার সুর-
তালহীন লয়হীন বাঁজে অবিরত।
প্রতারক স্বপ্নের উল্লাস দেখে-
ঘোমটা টেনে বিদায় নিয়েছে
সুখ-শান্তি-হাসি-অানন্দ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এম এ সবুর ০৯/১২/২০১৪
    প্রনয় ভাইয়া, অাপনাদের ভালোবাসা পেলে ভালো করার চেষ্টা করব। ভীষণ খুশি হলাম অাপনাদের উৎসাহ পেয়ে।
  • কবিতার বোধটি বেশ বিলাপময়, সকরুণ। আখি> আঁখি , বিনীদ্র> বিনিদ্র , পদধুলী> পদধূলি । ফাগুনের বনে আগুন লাগলে যৌবন কিভাবে হৃত হয় কবি, বরং আরও বেশী উচ্ছল হয়। প্রতারক স্বপ্নের উল্লাসে সুখও শান্তির প্রয়ান! বেশ বিষাদ মাখা শব্দাবলীতে মুগ্ধ হলাম।
  • স্বপ্ন প্রতারক। ভালো বলেছেন। লিখেছেন দারুন। চালিয়ে যান।
  • ০৮/১২/২০১৪
    সুন্দর হয়েছে ।
 
Quantcast