www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিঃসঙ্গতা

পৃথিবী ঘুরছে-
সময় ছুটে চলছে অবিরাম,
শ্রাবণের মেঘগুলো-
প্রান্ত বদলায় বারবার।
লাঙ্গল চলছে-
মেশিণ ঘুরছে শাঁ শাঁ।
পাখি ডাকছে-
সূর্য্য হাঁসছে অাকাশ কোণে,
কৃষক বাড়ি ফিরছে,
রাত্রী নামছে পাতে।
ভালোবাসার প্রজাপতি-
উড়ছে ফুলে ফুলে,
বিরহের কষ্টেরা
পেখম মেলে নাচছে।
আমাকে..........!
শুধু অামাকেই-
দিয়েছে স্তব্ধ করে,
স্মৃতিগুলো সামনে অঁনড় দাঁড়িয়ে,
স্বপ্নগুলো নির্বীকার স্থীর
বুঁকের পাঁজরে।
নিঃসঙ্গতা কুঁড়ে কুঁড়ে-
খাচ্ছে অামায়,
অাদিগন্ত নিঃসঙ্গতায়-
স্তম্ভিত জীবন অাজ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast