www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সমুদ্রঘর

★সমুদ্রঘর★
--মারুফা তামান্না

অনন্ত সে পথ, ধূলিময় প্রান্ত, বিষপোকাদের ঘর-
আমি বিরামহীন পথিকের বেশে ঘূর্ণিয়মান, হৃদয় দ্বারে।

তৃষ্ণাতুর আঁখিতে ছলছল করে, অশ্রু ক্ষরণ-
সমীকরণের সব সূত্র এলোমেলো, গাণিতিক সব ব্যাখ্যা ভুল।

হৃদয় হৃদয় জুড়ে হয়েছে, বেদনার নীল ঘর।
গড়েছি সমুদ্রঘর, তোমার নামে, কল্পনার বিষাদে।

আবেগী বেলাতে, অভিমানী সুরে,তাই গান লিখেছি।
এ শুধু গান নয়, হৃদয়ের কান্নার আওয়াজ, দুঃখী বাঁশির সুর।

বালুচরে নিমজ্জিত দেহ, অস্থি ভেঙ্গে চুরমার-
এ তো বেরুবার জন্য আটকাইনি, এ যে প্রেমের বালুচর।

তরী ঠিকই ভিড়েছে তটে, এ সাগর যে আমার নয়,
হৃদয় বিনিময়ে পেয়েছিলাম তোমায়, দাম দেইনি।
তাই লোভাতুর তুমি, নিজেকে বিকিয়ে দিলে,
কোন প্রেমহীন হৃদয়ের, দামী প্রাসাদে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Abheek ০৯/০২/২০১৮



    খুব সুন্দর!
  • বেশ লাগলো।
  • মোঃ ফাহাদ আলী ২৯/০১/২০১৮
    অন্ত বেলা হবে কি খেলা মোর প্রিয় না এলে
    তৃষ্ণা চোখে নির্জন মরুর বুকে প্রেম না দেয় ঢেলে।

    শুভকামনা রইল প্রিয় কবি।
 
Quantcast