www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিষ্ঠুর ভালবাসা

★নিষ্ঠুর ভালবাসা★
--মারুফা তামান্না

কত উত্তপ্ত দীর্ঘশ্বাসে, তিল তিল করে গড়েছি ভালবাসার স্বর্গ ভূমি-
কত নির্মম চাহনীর অকৃত্রিম আকুতিকে ঠেলে ফেলে।

তিলোত্তমা গড়েছি নিজ হাতে, প্রতিটি মুহূর্তকালকে-
ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ভগ্নাংশকৃত কাল-
ঠিক ততবার বলেছি, তোমায় ভালবাসি।

তবু বলছি, আজও, ভালবাসার অর্থ আমি বুঝিনি।
কত প্রাচীন নিকৃষ্ট উন্মাদনার ডাক নাকোচ করেছি।
হিংস্র প্রেমের যন্ত্রনা আছড়ে ধরতে চেয়েছে, আমার পবিত্র কায়ায়।

আমি অকুণ্ঠিত, আমি দমন করেছি এই ভয়াল থাবার আর্তনাদকে।
তাই শেষমেষ হারাতে হয়েছে, তোমার আবর্জনাপূর্ণ ভালবাসাকে।

কত রজনী বিনিদ্র কাটিয়েছি, মুখ গুঁজেছি বালিশের মমতাহীন ক্রোরে।
ঘুমন্ত শহরের নির্জন গলিতে শুধু আওয়াজ-আমার উত্তপ্ত বেদনার।

ভালবাসা কি শুধুই তনুর আকুতি, নাকি আত্মার সহবাস!
বুঝতে পারিনি আজ অব্দি, আর বুঝতে চাইও না -
এ আধুনিক সমাজের অবৈধ প্রাচীন ধারাকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Nilsagor ২৮/০১/২০১৮
    Very interesting and Rich concept. Very very good written. Congratulations.


    প্রেম ভালবাসার সীমাটা আমাদের করে নেয়া দরকার |আমি মনে করি আপনি যে ভালবাসার কবিতা লিখেছেন সেটা আসলে প্রেমের কবিতা, এবং উহাকে আমি প্রেম বলি |
    আর এই প্রেমটি আসলে দেহজ প্রেম | দেহহীন প্রেম মানে ফুলহীন গন্ধ, আর তাই দেহ বিনা প্রেমের অস্তিত্ব প্রকাশ করা যায়না | অপরদিকে ভালবাসার জন্য দেহের
    প্রয়োজন পরেনা, দেহহীন ভালবাসার নমুনা আমরা সবাই জানি | আল্লাহ আমাদেরকে চরম ভালবাসেন এবং ভালবাসা থেকে আমাদের তৈরী করেছেন | আর সেটার প্রমাণ
    তিনি নিজেই দিয়েছেন, বলেছেন ''তিনি মহান ক্ষমাশীল'' | তিনি ভালবাসেন বলেই আমাদের ক্ষমা করবেন |

    কবি সাহেবা, আমি আল্লাহর কাছে বিনীত প্রার্থনা করি, যদি আপনি আপনার পবিত্রতা রক্ষা করে থাকেন এবং ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন তবে আল্লার ওয়াদা
    আপনাকে সন্মান দেবার |
  • সাঁঝের তারা ২৮/০১/২০১৮
    ভালো ...
  • শিবশঙ্কর ২৮/০১/২০১৮
    আধুনিক সমাজের নব ধারাকে জানার উৎসাহ রইল । ভাল লাগল ।
 
Quantcast