আজ শুধু আমি আমারই
★আজ শুধু, আমি আমারই★
--মারুফা তামান্না
আজ না হয় থাক, আজ না হয় একাই রই-
কোন কবিতার সাথে আজ তোমায়
জড়াবনা,
কোন গীতিকাব্যের নায়ক তোমায়
করবনা-
অনেকই তো হল, আজ না হয় শুধুই আমার
হই।
কাগজের
পাতা গুলো টুকরো টুকরো হয়ে পড়ে রয়,
বলেছিলামই তো রাগটা আমার একটু
বেশীই।
এতটুকু ভুল যেনো কাগজের দায়,
ছিঁড়ে টুকরো করে ফেলি,
হাওয়ায় মেলে দেই,
টুকরোগুলো যে আয়না ছবির মত,
সেখানেও তুমি।
জানো, আমি আর কল্পনার
ক্যানভাসে আঁকিবুঁকি করিনা,
মনের ভুলে নয়নকোণে আর কখনোই জল
আসেনা।
আজ আমি শুধুই আমার, শুধু আজই কিন্তু
আর কোনদিন নয়,
পাগল ভাবছ, না? দুদিন বাদে আবার
আমার হবো, হবো না নির্দয়।
দখিনা হাওয়ায় মেলে ধরব আমায়,
ইচ্ছেঘুড়ি হব,
তবু সুতো ছেড়ে যাবনা,
কাটাকুটি খেলব রঙিন সুতোর
সাথে।
মেঘের ঘরে পৌঁছে যাব আর সুখের
লাটাই থাকবে তোমার হাতে,
একদিন তুমি ফেরাবেই, এ ঘুড়ি যত
উর্দ্ধেই না যাক, জানি তোমারই
হবে।
--মারুফা তামান্না
আজ না হয় থাক, আজ না হয় একাই রই-
কোন কবিতার সাথে আজ তোমায়
জড়াবনা,
কোন গীতিকাব্যের নায়ক তোমায়
করবনা-
অনেকই তো হল, আজ না হয় শুধুই আমার
হই।
কাগজের
পাতা গুলো টুকরো টুকরো হয়ে পড়ে রয়,
বলেছিলামই তো রাগটা আমার একটু
বেশীই।
এতটুকু ভুল যেনো কাগজের দায়,
ছিঁড়ে টুকরো করে ফেলি,
হাওয়ায় মেলে দেই,
টুকরোগুলো যে আয়না ছবির মত,
সেখানেও তুমি।
জানো, আমি আর কল্পনার
ক্যানভাসে আঁকিবুঁকি করিনা,
মনের ভুলে নয়নকোণে আর কখনোই জল
আসেনা।
আজ আমি শুধুই আমার, শুধু আজই কিন্তু
আর কোনদিন নয়,
পাগল ভাবছ, না? দুদিন বাদে আবার
আমার হবো, হবো না নির্দয়।
দখিনা হাওয়ায় মেলে ধরব আমায়,
ইচ্ছেঘুড়ি হব,
তবু সুতো ছেড়ে যাবনা,
কাটাকুটি খেলব রঙিন সুতোর
সাথে।
মেঘের ঘরে পৌঁছে যাব আর সুখের
লাটাই থাকবে তোমার হাতে,
একদিন তুমি ফেরাবেই, এ ঘুড়ি যত
উর্দ্ধেই না যাক, জানি তোমারই
হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ২৩/০৯/২০১৪ভাল লাগলো ।
-
একনিষ্ঠ অনুগত ০৩/০৯/২০১৪প্রিয়ের বন্ধনে নিজেকে বন্ধী রেখেও এ যে স্বাধীনতাকামী এক ময়না। আপন আকাশে উড়ে বেড়ায়, দিন ফুরলেই ধরা দেয় সেচ্ছায়।
খুব সুন্দর অনুভূতি। -
আবু সাহেদ সরকার ০১/০৯/২০১৪চমৎকার একটি কবিতা পড়লাম কবি বন্ধু। অনেক যাবৎ দেখিনা পাতায়।
-
মল্লিকা রায় ০১/০৯/২০১৪বেশ ভাল কবিতা।শুভেচ্ছা রইলো।
-
স্বপন রোজারিও(১) ৩১/০৮/২০১৪দারুণ
-
চূড়ান্ত ৩১/০৮/২০১৪অাচ্ছা,অন্যের হাতে লাটাই দিয়ে কিভাবে ইচ্ছেঘুড়ি হওয়া যায়-একটু বলবেন?
-
মঞ্জুর হোসেন মৃদুল ৩১/০৮/২০১৪অসাধারন লাগল। অনেকদিন পর পেলাম কবি। ভাল আছেন তো।
-
আসগার এইচ পারভেজ ৩১/০৮/২০১৪বাহ!
-
সুব্রত ঘোষ ৩১/০৮/২০১৪ভালো হয়েছে, শুভ হোক