★ধোয়াটে স্মৃতির ঘর★
★ধোয়াটে স্মৃতির ঘর★
--মারুফা তামান্না
শুধু তোমার স্পর্শটুকু, এখনো জীবন্ত-
বাকীসব ধোয়াটে স্মৃতির ঘর।
তোমার পদচিহ্ন এখনো হৃদয়গহীনে-
বাকীসব ধোয়াটে স্মৃতির ঘর।
ছাই পোড়া হৃদয় দেখেছ,
সে হৃদয়ে, দহনের রং দেখনি।
নীলরঙ্গা বেদনার উত্তপ্ত পবনে-
অবিরত জ্বলছি বিষাদের অনলে,
আঁধারে জ্বেলেছিলাম তোমার-
নামে এক চিলতে আলো,
তুমি যে হাওয়া বুঝিনি আমি।
বিন্দু বিন্দু জলে লিখেছিলাম,
তোমার নামের প্রার্থনা।
তুমি যে স্রোত বুঝিনি আমি।
নিঃসঙ্গতা দেখনি তুমি,
দেখেছ শুধু ভালবাসাময় আমিকে।
ছেঁড়াপালে হাল ধরেছি, এখনো বিশ্বাস-
সেই মেঘের কোণের, রূপোলী পাড়ে।
--মারুফা তামান্না
শুধু তোমার স্পর্শটুকু, এখনো জীবন্ত-
বাকীসব ধোয়াটে স্মৃতির ঘর।
তোমার পদচিহ্ন এখনো হৃদয়গহীনে-
বাকীসব ধোয়াটে স্মৃতির ঘর।
ছাই পোড়া হৃদয় দেখেছ,
সে হৃদয়ে, দহনের রং দেখনি।
নীলরঙ্গা বেদনার উত্তপ্ত পবনে-
অবিরত জ্বলছি বিষাদের অনলে,
আঁধারে জ্বেলেছিলাম তোমার-
নামে এক চিলতে আলো,
তুমি যে হাওয়া বুঝিনি আমি।
বিন্দু বিন্দু জলে লিখেছিলাম,
তোমার নামের প্রার্থনা।
তুমি যে স্রোত বুঝিনি আমি।
নিঃসঙ্গতা দেখনি তুমি,
দেখেছ শুধু ভালবাসাময় আমিকে।
ছেঁড়াপালে হাল ধরেছি, এখনো বিশ্বাস-
সেই মেঘের কোণের, রূপোলী পাড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসগার এইচ পারভেজ ০৪/০৮/২০১৫বেশ ভাল হয়েছে...
-
কবি মোঃ ইকবাল ২৫/০৭/২০১৪চমৎকার ভাবনার প্রকাশ। বেশ ভালো লাগলো বোন।
-
অপূর্ব দেব ২৫/০৭/২০১৪সুন্দর কবিতা
-
মাহমুদ নাহিদ ২৫/০৭/২০১৪ভালো লাগলো ।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৫/০৭/২০১৪আরে বাহ কি সুন্দর ভাবনা? অসাধারন কথামালায় অনন্য এক লেখনী। ভাল লাগল।
-
আবু সাহেদ সরকার ২৫/০৭/২০১৪দারুন লাগলো পড়ে কবি বন্ধু। আমার পাতায় দেখছিনা আপনাকে।