★ভালবাসি ভালবাসি★
★ভালবাসি ভালবাসি★
আমার স্মৃতি বিস্মৃতির আড়ালে,
সবুজ ঘাসের মিষ্টিময় বেলা।
দখিনা মৃদু বায় বাতাসে,
দোল খায় অমিয় হাস্যোজ্জ্বল রোদ।
বেদনার নীলচে আকাঁ আকাঙ্খার আকাশ,
মেঘের আঁড়ে মুচকি হেসে,
ভালবাসি ভালবাসি বলে যায়।
আমার স্মৃতি বিস্মৃতির আড়ালে,
কোথায় জানি তোমার আকাশমণি রংধনুরটার
দেখা পাই।।
ও প্রিয়তম,বেলাভূমিতে বড় অবেলায়,
চল প্রখরতায় মোড়ানো রৌদ্রস্নানে যাই।
ঘুম ঘুম বেলা, বড় অভিমানী রোদ,
চিকচিকে বালি,আর সমূদ্র ঘর,
তোমার আমার বিকেল, বড্ড সুমিষ্ট আবেশ।।
সন্ধ্যার আদলে অর্ধডুবন্ত সূর্যকে সাক্ষী রেখে,
একটু লজ্জা রাঙ্গা কন্ঠে বলব তোমায়-
ভালবাসি ভালবাসি।।♥♥
আমার স্মৃতি বিস্মৃতির আড়ালে,
সবুজ ঘাসের মিষ্টিময় বেলা।
দখিনা মৃদু বায় বাতাসে,
দোল খায় অমিয় হাস্যোজ্জ্বল রোদ।
বেদনার নীলচে আকাঁ আকাঙ্খার আকাশ,
মেঘের আঁড়ে মুচকি হেসে,
ভালবাসি ভালবাসি বলে যায়।
আমার স্মৃতি বিস্মৃতির আড়ালে,
কোথায় জানি তোমার আকাশমণি রংধনুরটার
দেখা পাই।।
ও প্রিয়তম,বেলাভূমিতে বড় অবেলায়,
চল প্রখরতায় মোড়ানো রৌদ্রস্নানে যাই।
ঘুম ঘুম বেলা, বড় অভিমানী রোদ,
চিকচিকে বালি,আর সমূদ্র ঘর,
তোমার আমার বিকেল, বড্ড সুমিষ্ট আবেশ।।
সন্ধ্যার আদলে অর্ধডুবন্ত সূর্যকে সাক্ষী রেখে,
একটু লজ্জা রাঙ্গা কন্ঠে বলব তোমায়-
ভালবাসি ভালবাসি।।♥♥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃওবায় দুল হক ২৫/০৭/২০১৪
-
মুহাম্মদ দিদারুল আলম ১৩/০৭/২০১৪সুন্দর...
-
শিমুল শুভ্র ১২/০৭/২০১৪বাহ দারুন লাগলো কবিতা টি । অসাধারন লাগলো ।
http://www.bangla-kobita.com/shubro/ এইখানে জয়েন্ট করতে পারেন। -
মোঃ আল-আমিন ০৬/০৭/২০১৪দারুণ.........! আপনার কবিতায় শব্দের কারুকার্য, বাক্যের অন্তমিল, ছন্দময় প্রেমের বহিঃপ্রকাশ সত্যিই মুগ্ধ হলাম। শুভেচ্ছা নিবেন। পাতায় আমন্ত্রণ রইল। আসবেন কিন্তু..................।।
-
আসগার এইচ পারভেজ ০৪/০৭/২০১৪বড় মিষ্টি একটা প্রেমের কবিতা, ভালোলাগা জানাই
-
Mahfuza Sultana ০৪/০৭/২০১৪অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক
অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম। -
মঞ্জুর হোসেন মৃদুল ০৪/০৭/২০১৪অসাধারন লাগল।
-
আবু সাহেদ সরকার ০৪/০৭/২০১৪মনের আবেক, অনুভুতি মাখানো লিখনী। বেশ চমৎকার লাগলো কবি বন্ধু।
-
কবি মোঃ ইকবাল ০৩/০৭/২০১৪বাহ্! দারুন লিখনী আপু।
খুব ভাল লাগল!