www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

★আত্মিক মৃত্যু★

★আত্মিক মৃত্যু★
--মারুফা সুলতানা তামান্না

আমার মৃত ভগ্নাংশ-
ঠুকরে ঠুকরে দেওয়ালের
সাথে থেতলে আছে।

আমার নীরব আত্মহুতির খবর
হয়তো তোমার কান
অবধি পৌঁছাতেই পারেনি।

হয়তো আমার নিশ্চুপ আর্তনাদ,
তোমার মনের দরজায়-
কড়া নাড়তে গিয়ে আড়াল
হয়ে যায় ।

আমিতো অন্ধকারের
অতলে হারিয়ে যাচ্ছি...
আমার অস্তিত্বের সমস্ত অংশই
অকেজো...

মানুষের ভীরে হয়তো আমার
হাসিমুখ টাই তোমার ভেসে উঠে।

কিন্তু আমার ভিতরটা যে-
নশ্বর কাচের অবিনশ্বর টুকরো।
কায়ার মৃত্যুতো দৃশ্যমান-
কিন্তু আত্মার বিষাদ যে আরো নির্মম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • টি আই রাজন ১২/০৭/২০১৪
    একটি হৃদয়ের মৃত‌্যু হলে হয়তো সহ্য করে নেয়া যায়। কিন্ত আত্মার মৃত‌্যু হলে তা কখনো মেনে নেয়া যায় না। ভাল লাগল ভাল থাকুন। আমার পাতায় আমন্ত্রণ রইল।
  • এস,বি, (পিটুল) ০৩/০৭/২০১৪
    চমৎকার লিখনী আপনার, একে বারেই ওয়াও
    ★আমার পাতায় আমন্ত্রন রইলো''
  • আবু সাহেদ সরকার ০৩/০৭/২০১৪
    অসাধারণ একটি কবিতা পড়লাম কবি। মনটা ছুঁয়ে গেল।
  • খুব সুন্দর , ভালো লাগল কবি
  • অসাধারন লাগল। অনেক গভীর ভাবনা।
  • মল্লিকা রায় ০২/০৭/২০১৪
    খুব ভালো লগলো কবিতা।শুভেচ্ছা দিয়ে গেলাম।
  • অসম্ভব সুন্দর একটি কবিতা, অনেক ভালো লাগল....
  • এইচ রহমান ০২/০৭/২০১৪
    besh .......
  • কবি মোঃ ইকবাল ০২/০৭/২০১৪
    অনেক অনেক গভীর ভাবনার লিখনী। বেশ ভালো লেগেছে।
    • মারুফা তামান্না ০২/০৭/২০১৪
      আপনার কমেন্ট পেয়ে খুশি হলাম।
 
Quantcast