www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

★যেতে দিব নাহি★

★যেতে দিব নাহি★
--মারুফা তামান্না

নিদ নাহি মোর,তমিস্রা কাটিয়া হইল ভোর,
পাশ ফিরিয়া দেখি-অন্তহীন স্বপ্নলোকে তুমি বিভোর।
কী করিলে ইহা-আমি তো বুঝি নাইরে ত্রিদশ-
মনের যাতনায় ধুলি জমিয়াছে- মিটাইব কিসে হরষ।

ভুলিয়াই আছি দিনমান রজনী তোমারও তরে-
অতন্দ্র প্রহরী হইয়া রাখিয়াছি যতনে তোমারে।
কত সোহাগে বাঁধিয়াছিলাম প্রাণ তোমারই পানে,
অন্তরীক্ষের বার্তা বুঝি ললাটে কুড়াল মারে।

যাইতে দিবনা তোমারে-আহ্লাদী সুরে ডাকিবে কে?
মণ্ডামিঠাই এর লালসায় হেড়ে গলায় গান শোনাইবে কে?
প্রভাকর আসিয়া পড়িছে,জানিয়া যাইবে সব জনেরা-
খাটিয়ায় করি লয়ে যাইবে তোমারে,আমি পড়িয়া রহিব একলা।

আড়াই হাত মাটির ঘর -কে করিবে বাতাস!
যাইওনারে প্রিয়- শূন্যঘরে বসিয়া আমারও হইবে নাশ।
খোদারে তাই বলি শতবার, তুমিহীনআমি বলো কী-
লইয়া যাও আমারেও -তোমার পাশেই শয়ন করি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মল্লিকা রায় ৩০/০৬/২০১৪
    বাঃ বেশ মুগ্ধ হলাম কবি।
  • শিমুল শুভ্র ৩০/০৬/২০১৪
    বাহ!!! অসাধারণ কবিতা -
  • আবু সাহেদ সরকার ৩০/০৬/২০১৪
    রবীন্দ্রনাথ ঠাকুরের মত সাবলিল কবিতার ছন্নছড়া। চমৎকার লাগলো কবি বন্ধু।
    • মারুফা তামান্না ৩০/০৬/২০১৪
      ভাইয়া, অনেক বেশি বলে ফেললেন। রবীন্দ্রনাথ আর কোথায় এই ক্ষুদ্র প্রাণের কবিতা। অসং্খ্য ধন্যবাদ আপনাকে। সাথে থাকবেন সবসময় এই প্রত্যাশা রইল।
  • লাজবাব কবি। ওয়াও মুগ্ধ হলাম। জাষ্ট হিপনোটাইজ। এককথায় অনন্য।
  • কবি মোঃ ইকবাল ২৯/০৬/২০১৪
    এটাই তো নিয়তির খেলা। যেতে নাহি দিতে চায়,তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।
    • মারুফা তামান্না ২৯/০৬/২০১৪
      রাইট ভাইয়া
 
Quantcast