★বৃষ্টি শ্রবণ★
--মারুফা সুলতানা তামান্না
আমি দেখিনি সেই শিশির মোড়ানো গ্রাম্য সবুজ ঘাস,
নিয়েছি অবিরত দূষণে আচ্ছন্ন নির্মম কালচে পাতার শ্বাস।
আমি দেখিনা আর কোন গ্রাম্যমাঠের নিষ্পাপ কোলাহল-
দেখেছি শুধু হানাহানি রাহাজানি আর মিথ্যে কথার সোরগোল।
দেখিনি সেই মিষ্টি গন্ধে মোড়ানো সোনালী গালিচা-
দেখেছি শুধু জং ধরা সংকীর্ণ মনুষ্য মনের মরিচা।
দেখিনি সেই মিষ্টি রোদে পোড়া দোচালা ঘর-
দেখেছি শুধু বিষবাষ্পে মোড়ানো ইট পাথরের শহর।
আমি খুঁজে ফিরি প্রতিনিয়ত, আমার ছেলেবেলা-
কোথাও নেই, অক্ষিপটের স্মৃতিতে,সব ধোয়াটে, সব ময়লা।
চাইনা আর এই রঙিন মেকি আচ্ছাদনের সুখ-
টিনের চালে- বৃষ্টি শ্রবণে মিটাতে চাই দুখ।
আমি দেখিনি সেই শিশির মোড়ানো গ্রাম্য সবুজ ঘাস,
নিয়েছি অবিরত দূষণে আচ্ছন্ন নির্মম কালচে পাতার শ্বাস।
আমি দেখিনা আর কোন গ্রাম্যমাঠের নিষ্পাপ কোলাহল-
দেখেছি শুধু হানাহানি রাহাজানি আর মিথ্যে কথার সোরগোল।
দেখিনি সেই মিষ্টি গন্ধে মোড়ানো সোনালী গালিচা-
দেখেছি শুধু জং ধরা সংকীর্ণ মনুষ্য মনের মরিচা।
দেখিনি সেই মিষ্টি রোদে পোড়া দোচালা ঘর-
দেখেছি শুধু বিষবাষ্পে মোড়ানো ইট পাথরের শহর।
আমি খুঁজে ফিরি প্রতিনিয়ত, আমার ছেলেবেলা-
কোথাও নেই, অক্ষিপটের স্মৃতিতে,সব ধোয়াটে, সব ময়লা।
চাইনা আর এই রঙিন মেকি আচ্ছাদনের সুখ-
টিনের চালে- বৃষ্টি শ্রবণে মিটাতে চাই দুখ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Mahfuza Sultana ২৯/০৬/২০১৪
-
কবি মোঃ ইকবাল ২৮/০৬/২০১৪অসাধারন লিখনী। শুভ কামনা রইলো। আমার পাতায় পদচারণা পেলাম না।
-
টি আই রাজন ২৮/০৬/২০১৪আপনার কবিতা আমাকে আমার গ্রামের সুদুর অতীতের সুন্দর মুহুর্তগুলো মনে করিয়ে দিল। যখন ছুটিতে বাড়ি যেতাম ছোট মামা সারাদিন কাধে নিয়ে ঘুরতেন, ছোট চাচু সারাদিন সাইকেলে চড়াতেন। আরও অনেক অনেক স্মৃতি। ভাল থাকুন। আমার পাতায় আমন্ত্রণ।
ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।
ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।
সত্যই অনেক বেশি ভাল লেগেছে। আমি ভাষাতে প্রকাশ করতে পারছিনা।আপনি কত দিন ধরে লিখেন?