যদি ভালোবাস
যদি ভালবেসে হাতে হাত রাখ
একই পথের পথিক হয়ে সারাটি জীবন পাশে থাক
জীবনে প্রথম বারের মত আমি বলে দিতে পারি ভালবাসি
শত সঙ্কোচ ভেঙ্গে ও আমি বেরিয়ে আসতে পারি
রাখতে পারি হাতে হাত
লজ্জা লাল হয়ে দু চোখে থাকাতে পারি
সব নৈরাশ্যের মাঝে ও আমি ঘরতে পারি আশার পাহাড়
ডিঙ্গাতে পারি আমি সর্বোচ্চ চূড়া
যদি সেথায় হাত বাড়িয়ে থাক তুমি
একই পথের পথিক হয়ে সারাটি জীবন পাশে থাক
জীবনে প্রথম বারের মত আমি বলে দিতে পারি ভালবাসি
শত সঙ্কোচ ভেঙ্গে ও আমি বেরিয়ে আসতে পারি
রাখতে পারি হাতে হাত
লজ্জা লাল হয়ে দু চোখে থাকাতে পারি
সব নৈরাশ্যের মাঝে ও আমি ঘরতে পারি আশার পাহাড়
ডিঙ্গাতে পারি আমি সর্বোচ্চ চূড়া
যদি সেথায় হাত বাড়িয়ে থাক তুমি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ১০/১১/২০১৩অসাধারন কবিতা হয়েছে। মনের ভাব প্রকাশে সাবলীলতা আছে। একসময় আরো ভাল কবি হয়ে উঠবি।
-
মনজুর কাদের ০৯/১১/২০১৩বাহ: চমৎকার ভাবের প্রকাশ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৯/১১/২০১৩চমৎকার স্বীকারোক্তি। ভালবাসা র দারুণ প্রকাশ। ভালো লাগলো আপনার প্রথম লেখা।
-
আফসানা সিদ্দিকি মিমি ০৯/১১/২০১৩অনেক সুন্দর
-
মীর শওকত ০৯/১১/২০১৩খুব ভাল লাগলো কবিতা। মনের আবেগ সুন্দরভাবে প্রকাশ পেয়েছে কবিতায়। শুভেচ্ছা রইল । বানানের দিকে খেয়াল রাখবেন