পিছুটান
ক্ষণে ক্ষণে মনে পড়ে
কোন এক পিছুটানে
মনে হয় কিছু যেন পাব
অথবা পেয়ে ও হারাচ্ছি
ক্ষণিকের ভূলে আবার ও মনে হয়
দূর ছাই কী যে ভাবছি
পাওয়া আর না পাওয়ার দুটানে
অকুল দরিয়ার মাঝখানে
চেয়ে আছি শূন্য দৃষ্টিতে তুমার পানে,
তুমি তাকাচ্ছ
নাকি হাটছ অন্য কোন টানে
কোন এক পিছুটানে
মনে হয় কিছু যেন পাব
অথবা পেয়ে ও হারাচ্ছি
ক্ষণিকের ভূলে আবার ও মনে হয়
দূর ছাই কী যে ভাবছি
পাওয়া আর না পাওয়ার দুটানে
অকুল দরিয়ার মাঝখানে
চেয়ে আছি শূন্য দৃষ্টিতে তুমার পানে,
তুমি তাকাচ্ছ
নাকি হাটছ অন্য কোন টানে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৬/১১/২০১৩খুব ভাল লেগেছে। সুন্দর ছন্দময় কবিতা । তারুন্য ব্লগে স্বাগতম
-
Înšigniã Āvî ০৬/১১/২০১৩valo laaglo.....
'dhur chai ki je vebechi' bolle ki aro valo sonato -
প্রবাসী পাঠক ০৬/১১/২০১৩পাওয়া না পাওয়ার অতৃপ্তটার সুন্দর এক্তি কবিতা ।
স্বাগতম তারুন্য ব্লগে । অনেক শুভ কামনা রইল। -
আফসানা সিদ্দিকি মিমি ০৬/১১/২০১৩সুন্দর