ভ্রমন কথা
চল এবার উড়ি, অন্ধকারে চক্ষু জ্বালো,
চুল হোক সব আলো থালো,
রাত বেরাতে ঘুরি কারণ উড়তে বাধা নেই।
আজকে যাবো হাইরাইজের ওপর তলাতেই।
তলা মানে ছড়ানো ঐ ছাদ,
নীচে থাকুক অতলান্ত খাদ।
কেমন দেখো মিটি মিটি আলো।
উপর কিনা দেখায় সবই ভালো।
এসো তবে আজকে রাতে অন্ধকারে তারার নীচে
অন্ধকারই খাই।
যা ভেবেছো ছিছি! ছিছি! ছিছি!
হয়ত আমি তাই।
হয়ত আমি তেমন ভাল নয়,
যেমন ভাল হলে তুমি বলতে মহাশয়।
যেমন ভাল হলে তুমি বসতে কত কাছে
যেমন ভাল হলে তুমি খিলখিলাতে হেসে।
যেমন ভালয় মনটি তোমার উথাল পাথাল করে,
আমার ভাল হয়ত বা তার নাগাল খুঁজেই মরে!
তবুও তুমি, তবুও কি আর পারলে কঠিন হতে?
পারলে কি আর অন্য কিছু নিয়ে ভুলে যেতে?
মৌন তোমার প্রতীক্ষা রাত, মৌনতাতেই ভোর
রইলে তুমি হয়ে আমার অচেনা শহর।
তুমি আমার জেগে থাকা, ফুরিয়ে যাওয়া রাত।
তুমিই আবার আদর করে জড়িয়ে ধরা হাত।
হয়ত এসব আগের কথা ,হয়ত মনে নেই।
থাকো তুমি,থাকো তোমার নতুন ভালতেই।
আমি আমার জোনাক জোনাক মন্দ আলোয় হাঁটি,
প্রিয় শহর দিলে নাতো তোমার যেটা খাঁটি!
চুল হোক সব আলো থালো,
রাত বেরাতে ঘুরি কারণ উড়তে বাধা নেই।
আজকে যাবো হাইরাইজের ওপর তলাতেই।
তলা মানে ছড়ানো ঐ ছাদ,
নীচে থাকুক অতলান্ত খাদ।
কেমন দেখো মিটি মিটি আলো।
উপর কিনা দেখায় সবই ভালো।
এসো তবে আজকে রাতে অন্ধকারে তারার নীচে
অন্ধকারই খাই।
যা ভেবেছো ছিছি! ছিছি! ছিছি!
হয়ত আমি তাই।
হয়ত আমি তেমন ভাল নয়,
যেমন ভাল হলে তুমি বলতে মহাশয়।
যেমন ভাল হলে তুমি বসতে কত কাছে
যেমন ভাল হলে তুমি খিলখিলাতে হেসে।
যেমন ভালয় মনটি তোমার উথাল পাথাল করে,
আমার ভাল হয়ত বা তার নাগাল খুঁজেই মরে!
তবুও তুমি, তবুও কি আর পারলে কঠিন হতে?
পারলে কি আর অন্য কিছু নিয়ে ভুলে যেতে?
মৌন তোমার প্রতীক্ষা রাত, মৌনতাতেই ভোর
রইলে তুমি হয়ে আমার অচেনা শহর।
তুমি আমার জেগে থাকা, ফুরিয়ে যাওয়া রাত।
তুমিই আবার আদর করে জড়িয়ে ধরা হাত।
হয়ত এসব আগের কথা ,হয়ত মনে নেই।
থাকো তুমি,থাকো তোমার নতুন ভালতেই।
আমি আমার জোনাক জোনাক মন্দ আলোয় হাঁটি,
প্রিয় শহর দিলে নাতো তোমার যেটা খাঁটি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১২/১২/২০১৭বাহ্ দারুণ।
-
মীর মুহাম্মাদ আলী ১১/১২/২০১৭ভাল লেখ্য।
-
হুসাইন দিলাওয়ার ১১/১২/২০১৭চমৎকার,,,