সে এক ম্যাজিক সময়
সাঁকোর উপরে হাঁটে সার সার জুতো
ভেতরে আড়াল করা মানুষের হাড়।
আমি কোন কবন্ধ দেখিনি।
চামড়ার উপরে আটোসাঁটো পোষাকের
নীচেও আড়ালের স্তর আছে, কারুকার্য আছে।
অতদূর গিয়ে আমি কাউকে বুঝিনি।
১৩ লক্ষ পৃথিবীর মত বড়র আগুন
যে সব পাতাকে ছুঁয়ে ফিরে গেছে
টুপ টাপ তারাও ঝরে গেছে সকালে বিকালে।
আমি সেই শব্দে কান পাতি।
কোলাহল থেমে গেলে সাদা মেঘ
পিঠে চাঁদ নিয়ে এই পথে যায়।
আমি জানি-
সে এক ম্যাজিক সময়!
ভেতরে আড়াল করা মানুষের হাড়।
আমি কোন কবন্ধ দেখিনি।
চামড়ার উপরে আটোসাঁটো পোষাকের
নীচেও আড়ালের স্তর আছে, কারুকার্য আছে।
অতদূর গিয়ে আমি কাউকে বুঝিনি।
১৩ লক্ষ পৃথিবীর মত বড়র আগুন
যে সব পাতাকে ছুঁয়ে ফিরে গেছে
টুপ টাপ তারাও ঝরে গেছে সকালে বিকালে।
আমি সেই শব্দে কান পাতি।
কোলাহল থেমে গেলে সাদা মেঘ
পিঠে চাঁদ নিয়ে এই পথে যায়।
আমি জানি-
সে এক ম্যাজিক সময়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনোবর ২০/১২/২০১৭যাদের ভালো লেগেছে তাদের জন্য শুভেচ্ছা। এই ভালো লাগা আরো লিখতে উৎসাহ দেয়। অনেক মন্তব্যের সরাসরি উত্তর দিতে পারিনি। এতে কেউ যেন ক্ষুন্ন হবেন না। সময়ের অভাবে এমন হয়।
-
একনিষ্ঠ অনুগত ১৯/১২/২০১৭ভালো লাগা।।
-
সাইফ রুদাদ ১৯/১২/২০১৭ম্যাজিক সময়
-
আরিফ নীরদ ১৯/১২/২০১৭বেশ্ লাগল।।।
-
মধু মঙ্গল সিনহা ১৯/১২/২০১৭অনেক সুন্দর ভাবনা...